লা পাজ (বলিভিয়া), 11 মার্চ : মার্কসবাদী বিপ্লবের প্রবাদপ্রতীম নায়ক আর্নেস্তো চে গেভারাকে গুলি করে হত্যা করেছিলেন বলিভিয়ার এক প্রাক্তন সৈনিক ৷ বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে (Killer of Che Guevara dies)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷
1967 সালের 9 অক্টোবর আর্জেন্তিনার বংশোদ্ভূত চে-কে বলিভিয়ার (Bolivian soldier who killed Che Guevara dies at age 80) সান্তা ক্রুজ প্রদেশে গুলি করে হত্যা করেন সে দেশের সেনা জওয়ান মারিও তেরান সালাজার ৷ 54 বছর আগে বিপ্লবীকে জঙ্গল থেকে বন্দি করায় সালাজারকে সাহায্য করেছিলেন বলিভিয়ার অপর প্রাক্তন সৈনিক গ্যারি প্রাডো ৷ তিনি সংবাদসংস্থা এএফপি-কে সালাজারের মৃত্যুর খবর জানিয়েছেন ৷
গ্যারি বলেন, "তিনি মারা গিয়েছেন ৷ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷" সান্তা ক্রুজের পূর্ব প্রান্তের শহর দে লা সিয়েরার সেনা হাসপাতালে সালাজারের চিকিৎসা চলছিল এবং তাঁর পরিবার ও সহকর্মীরাই তাঁকে সালাজারের মৃত্যুসংবাদ জানিয়েছেন বলে দাবি করেন গ্যারি ৷ যদিও চিকিৎসা ক্ষেত্রের গোপনীয়তা রক্ষার জন্য সালাজারের মৃত্যু সম্পর্কে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷
1967 সালে অনাহার, রোগবালাই নিয়েই ছোট একটি দল গঠন করে তৎকালীন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন চে গেভারা ৷ তিনি জখম হলে তাঁকে লা হিগেরা গ্রামের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে রাতটা কাটে ৷ তবে পরের দিনে সালাজারের ছোড়া গুলিতে বিদ্ধ হন চে ৷ তৎকালীন প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েনটোস এই খবর নিশ্চিত করেছিলেন ৷
আরও পড়ুন:চিড়ের কোলাজে ফুটে উঠেছেন চে... নতুন রেকর্ড নদিয়ার যুবকের
পরে সালাজারকে (Former Bolivian soldier who killed Che Guevara dies) একবার বলতে শোনা যায়, "সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ৷ যে মুহূর্তটায় চে বড় বড় চোখে তাকিয়ে ছিলেন ৷ তাঁর চোখ দুটি জ্বলজ্বল করছিল ৷ আমি অনুভব করলাম যে তিনি আমার উপরে আছেন এবং যখন তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, তখন আমার মাথা ঘুরতে লাগল ৷ আমি ভেবেছিলাম দ্রুত গতিতে চে আমাকে নিরস্ত্র করতে পারবেন ৷ তিনি আমাকে ধরে বললেন, 'শান্তি হও ৷ তোমার নিশানা ভালো ৷ তুমি একজনকে খুন করতে যাচ্ছো ৷' এরপর আমি দরজার দিকে পিছিয়ে গিয়ে চোখ বন্ধ করে গুলি চালিয়ে দিলাম ৷"
মাত্র 39 বছরের কিংবদন্তি নায়ককে হত্যা করার পর চিরকাল সংবাদমাধ্যমের চোখের আড়ালে থেকেছেন সালাজার ৷ প্রেসকে এড়ানোর জন্য 30 বছরের সেনাবাহিনীর কাজ শেষ করে বেনামে অবসর নেন তিনি ৷ তিনি চে-কে খুন করেছেন, সে কথাও পরের দিকে আর স্বীকার করতেন না ৷