পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Killer of Che Guevara Dies : চে-র হত্যাকারী বলিভিয়ার প্রাক্তন সৈনিক প্রয়াত

80 বছর বয়সে প্রয়াত হলেন চে গেভারার হত্যাকারী বলিভিয়ার প্রাক্তন সৈনিক (Bolivian soldier who killed Che Guevara dies at age 80) মারিও তেরান সালাজার (Killer of Che Guevara Dies) ৷

Che Guevara Mario Terán
80 বছর বয়সে প্রয়াত চে-র হত্যাকারী বলিভিয়ার প্রাক্তন সৈনিক

By

Published : Mar 11, 2022, 11:22 AM IST

লা পাজ (বলিভিয়া), 11 মার্চ : মার্কসবাদী বিপ্লবের প্রবাদপ্রতীম নায়ক আর্নেস্তো চে গেভারাকে গুলি করে হত্যা করেছিলেন বলিভিয়ার এক প্রাক্তন সৈনিক ৷ বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে (Killer of Che Guevara dies)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷

1967 সালের 9 অক্টোবর আর্জেন্তিনার বংশোদ্ভূত চে-কে বলিভিয়ার (Bolivian soldier who killed Che Guevara dies at age 80) সান্তা ক্রুজ প্রদেশে গুলি করে হত্যা করেন সে দেশের সেনা জওয়ান মারিও তেরান সালাজার ৷ 54 বছর আগে বিপ্লবীকে জঙ্গল থেকে বন্দি করায় সালাজারকে সাহায্য করেছিলেন বলিভিয়ার অপর প্রাক্তন সৈনিক গ্যারি প্রাডো ৷ তিনি সংবাদসংস্থা এএফপি-কে সালাজারের মৃত্যুর খবর জানিয়েছেন ৷

গ্যারি বলেন, "তিনি মারা গিয়েছেন ৷ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷" সান্তা ক্রুজের পূর্ব প্রান্তের শহর দে লা সিয়েরার সেনা হাসপাতালে সালাজারের চিকিৎসা চলছিল এবং তাঁর পরিবার ও সহকর্মীরাই তাঁকে সালাজারের মৃত্যুসংবাদ জানিয়েছেন বলে দাবি করেন গ্যারি ৷ যদিও চিকিৎসা ক্ষেত্রের গোপনীয়তা রক্ষার জন্য সালাজারের মৃত্যু সম্পর্কে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

1967 সালে অনাহার, রোগবালাই নিয়েই ছোট একটি দল গঠন করে তৎকালীন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন চে গেভারা ৷ তিনি জখম হলে তাঁকে লা হিগেরা গ্রামের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে রাতটা কাটে ৷ তবে পরের দিনে সালাজারের ছোড়া গুলিতে বিদ্ধ হন চে ৷ তৎকালীন প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েনটোস এই খবর নিশ্চিত করেছিলেন ৷

আরও পড়ুন:চিড়ের কোলাজে ফুটে উঠেছেন চে... নতুন রেকর্ড নদিয়ার যুবকের

পরে সালাজারকে (Former Bolivian soldier who killed Che Guevara dies) একবার বলতে শোনা যায়, "সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ৷ যে মুহূর্তটায় চে বড় বড় চোখে তাকিয়ে ছিলেন ৷ তাঁর চোখ দুটি জ্বলজ্বল করছিল ৷ আমি অনুভব করলাম যে তিনি আমার উপরে আছেন এবং যখন তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, তখন আমার মাথা ঘুরতে লাগল ৷ আমি ভেবেছিলাম দ্রুত গতিতে চে আমাকে নিরস্ত্র করতে পারবেন ৷ তিনি আমাকে ধরে বললেন, 'শান্তি হও ৷ তোমার নিশানা ভালো ৷ তুমি একজনকে খুন করতে যাচ্ছো ৷' এরপর আমি দরজার দিকে পিছিয়ে গিয়ে চোখ বন্ধ করে গুলি চালিয়ে দিলাম ৷"

মাত্র 39 বছরের কিংবদন্তি নায়ককে হত্যা করার পর চিরকাল সংবাদমাধ্যমের চোখের আড়ালে থেকেছেন সালাজার ৷ প্রেসকে এড়ানোর জন্য 30 বছরের সেনাবাহিনীর কাজ শেষ করে বেনামে অবসর নেন তিনি ৷ তিনি চে-কে খুন করেছেন, সে কথাও পরের দিকে আর স্বীকার করতেন না ৷

ABOUT THE AUTHOR

...view details