আমেরিকা, 18 অক্টোবর : করোনা পরবর্তী জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর প্রয়াত হলেন কলিন পাওয়েল ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্র সচিব ছিলেন তিনি ৷ এছাড়াও জয়েন্ট চিফস অফ স্টাফের একমাত্র প্রধান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চারজন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ৷
আরও পড়ুন : India-China Border Issue : অরুণাচলে ভারত-চিন সীমান্তে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার মোতায়েন সেনাবাহিনীর
সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা একজন অসাধারণ স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারিয়েছি।"
আরও পড়ুন : Ravi Chaudhary: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনায় ছিলেন দাদু, এবার খাস পেন্টাগনের অন্দরে ভারতীয় রবি
1991 সালের উপসাগরীয় যুদ্ধের (Gulf War) পর তিনি এতটাই সম্মানিত হয়েছিলেন যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবেও অভিহিত করা হয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত তিনি হোয়াইট হাউসের প্রধান হওয়ার ইচ্ছে প্রকাশ করেননি ৷