পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পার্ল হারবারে নৌঘাঁটিতে গুলি, বায়ুঘাঁটিতে তখন ভারতীয় বায়ুসেনার প্রধান - Indian Air Force

পার্ল হারবারের নৌঘাঁটিতে গুলি ৷ হামলার সময় পাশের বায়ুঘাঁটিতে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার চিফ এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়াও ৷  অ্যামেরিকান এক নাবিক গুলি করে দু'জনকে খুন করেন ৷ ঘটনায় জখম হয় আরও এক ৷ গুলি চালানোর পর ওই নাবিক নিজেও আত্মহত্যা করেন ৷ ভারতীয় সময়ে আজ ভোর সাড়ে 3টের সময় ঘটনাটি ঘটে ৷

AIF
AIF

By

Published : Dec 5, 2019, 8:25 PM IST

লস অ্যাঞ্জেলস, 5 ডিসেম্বর : গুলি চলল পার্ল হারবারে ৷ হামলার সময় পাশের বায়ুঘাঁটিতে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার চিফ এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়া ৷ অ্যামেরিকান এক নাবিক গুলি করে দু'জনকে খুন করেন ৷ ঘটনায় জখম হয় আরও এক ৷ গুলি চালানোর পর ওই নাবিক নিজেও আত্মহত্যা করেন ৷ ভারতীয় সময়ে আজ ভোর সাড়ে 3টের সময় ঘটনাটি ঘটে ৷ নিহতরা স্থানীয় নিরাপত্তা দপ্তরের আধিকারিক ছিলেন বলে জানানো হয়েছে সূত্র মারফত ৷ গুলির আঘাতে জখম ব্যক্তি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে ৷

ঘটনার সময়ে পার্ল হারবারে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার চিফ এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়া ও তাঁর দল ৷ তবে তাঁরা ছিলেন বায়ুসেনার ঘাঁটিতে ৷ আর গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল নৌসেনার ঘাঁটিতে ৷ প্যাসিফিক এয়ার ফোর্স চিফ কনফারেন্সে যোগ দিতে পার্ল হারবারে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার এই বিশেষ দল ৷ নৌঘাঁটি ও বায়ুসেনার ঘাঁটি আলাদা আলাদা হলেও দুটি ঘাঁটি লাগোয়া ৷ বেশ কিছুটা জায়গা উভয়ের ব্যবহারের জন্যও ছিল ৷ সূত্র মারফত জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর 2.30 নাগাদ ঘটনাটি ঘটে ৷ গুলি চালানোর ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে সেনা ছাউনিটি বন্ধ ছিল ৷

ঘটনার তদন্তে নেমেছে অ্যামেরিকান নৌসেনা ৷ কী কারণে গুলি চলল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details