ওয়াশিংটন, 4 নভেম্বর: বাড়িতে ঢুকে নিকেশ করা হয়েছে ওসামা বিন লাদেনকে ৷ কিন্তু দু’দশক পরেও 9/11 হামলার ক্ষত আজও দগদগে আমেরিকার বুকে ৷ এক ওসামাকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হলেও, এত বছর ধরে তদন্তের পরেও হামলার শিকড় পর্যন্ত পৌঁছতে পারল না সে দেশের গোয়েন্দা সংস্থা ৷ বরং হামলার তদন্তে বার বার যে সৌদি আরব সংযোগ উঠে এসেছে, তা এ বার বাক্সবন্দি করতে বাধ্য হল তারা ৷
9/11 হামলার প্রতিশোধ নিতে নেমে গত দু’দশকে আমেরিকা নিজেও অনেক বড় মূল্য চুকিয়েছে ৷ কার্যত ধনে-প্রাণে শেষ হয়ে আফগানিস্তান থেকে ফিরে আসতে হয়েছে তাদের ৷ ঝাঁপ ফেলে হচ্ছে একে একে 9/11 সংক্রান্ত যাবতীয় মামলার তদন্তেও ৷ তাতেই এবার নয়া সংযোজন 3 সৌদি নাগরিকের বিরুদ্ধে তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত ৷
9/11 হামলায় বিমান ছিনতাইকারীদের ওই তিনজন সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ ৷ কিন্তু এত বছরেও তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ হাতে আসেনি ৷ তাতেই তদন্ত বন্ধ করে দিল সে দেশের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (fbi) ৷ বলা হয়েছে, ওই তিনজন বিমান ছিনতাইকারীকে আশ্রয় দিয়েছিলেন ৷ কিন্তু এত বছর ধরে চেষ্টা করেও তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করা যায়নি ৷
আরও পড়ুন:Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি
এতদিন তদন্তের ওই ফাইল গোপন রেখেছিল এফবিআই ৷ গত 27 মে সেই তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় তার ৷ সম্প্রতি মৃতদের পরিবারের জন্য তদন্তের ফাইলটি প্রকাশ করে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস ৷ তাতে কার্যত এফবিআই-এর ব্যর্থতাই মেনে নেওয়া হয়েছে ৷ এত বছর ধরে হামলায় সৌদি যোগের দাবি করে এলেও, তার পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে ৷