ওয়াশিংটন, 10 মে: আগেও বলেছেন, আবারও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি জানালেন, ভারতের বর্তমান করোনা সংকটের একমাত্র সমাধান মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দেওয়া ৷ এর জন্য দেশের ভিতরে আর বাইরে বিভিন্ন দেশে ভ্যাকসিন উৎপাদনের হার বাড়াতে হবে ৷
তিনি বলেন, "ভারত বিশ্বে সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ৷ তাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলি শুধুমাত্র দেশের ভেতর থেকে নয়, বাইরে থেকেও জোগাড় করতে হবে ৷" ফসি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা ৷
ভারতকে সাহায্য করতে অন্য দেশগুলোকেও পাশে দাঁড়াতে হবে ৷ ভ্যাকসিন তৈরির উপাদান, ভ্যাকসিন পাঠাতে হবে ভারতে ৷ তাঁর কথায়, "বড় বড় কোম্পানিগুলি যারা বিপুল পরিমাণে আক্ষিরক ভাবে লক্ষ লক্ষ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম, তাদের সঙ্গে যোগাযোগ করা ৷"
আরো পড়ুন: প্রশান্ত কিশোর কী ভাবে অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা, জানতে চাইল সুপ্রিম কোর্ট