পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Facebook : নাম বদলে ফেলল ফেসবুকের অভিভাবক সংস্থা - Facebook

নাম বদলাবেন জানিয়েছিলেন ৷ এবার তা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ ৷ ভবিষ্যতে ভাচুর্য়াল-রিয়্যালিটি কেমন হবে ? তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টায় এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ৷ যদিও সন্দেহবাতিকেরা এ যুক্তি মানতে নারাজ ৷

ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা
ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা

By

Published : Oct 29, 2021, 7:38 AM IST

Updated : Oct 29, 2021, 10:35 AM IST

অকল্যান্ড, 29 অক্টোবর : ফেসবুকের অভিভাবক সংস্থার নতুন নাম হল 'মেটা' ৷ ঘোষণা করলেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ ৷ ভবিষ্যত ভার্চুয়াল-বাস্তবতার দৃষ্টি কেমন হবে, তাকে তুলে ধরার চেষ্টায় কোম্পানির রিব্র্যান্ডিং 'মেটা' করেছেন তিনি ৷ আর এই দূরদৃষ্টিকে 'মেটাভার্স' বলছেন মার্ক ৷

সন্দেহবাতিকেরা অবশ্য এই রিব্র্যান্ডিংয়ের পিছনে ফেসবুক কর্তার সাম্প্রতিক কীর্তিকলাপের দিকে আঙুল তুলেছেন ৷ ফেসবুকের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের ক্ষতিকর প্রভাব সংক্রান্ত অভ্যন্তরীণ রিপোর্ট অবহেলা করেছে ফেসবুক ৷ আর সে বিষয়ে ফেসবুকের গুপ্ত নথিপত্র ফাঁস হয়েছে ৷ তাঁদের মতে, এসব থেকে বিশ্ববাসীর মন সরিয়ে নিজের নতুন ভাবমূর্তি তৈরি করতে এমন পদক্ষেপ করেছেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) ৷

জুকেরবার্গ অবশ্য জানিয়েছেন যে তিনি আশা করেন, আগামী দশকে 'মেটাভার্স' কয়েকশো কোটি মানুষের কাছে পৌঁছাবে ৷ তাঁর কথায়, 'মেটাভার্স' এমন একটা জায়গা, যেখানে মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন ৷ নতুন প্রোডাক্ট এবং কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দিতে পারবেন একটা নতুন ইকোসিস্টেমে ৷ তিনি মনে করছেন এতে 'লক্ষ লক্ষ' চাকরির সন্ধান মিলবে ৷ এমনকি নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে রেখেছেন 'মার্ক মেটা জুকেরবার্গ' (Mark "Meta" Zuckerberg) ৷

আরও পড়ুন : Mark Zuckerberg: সোমবার কয়েক ঘণ্টার বিপর্যয়ে মার্ক জুকারবার্গের ক্ষতি 600 কোটি ডলার

ফেসবুক একটা সংকটজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ ফেসবুকের বিতর্কিত তথ্য বাইরে বেরিয়ে আসর পর তা নিয়ে বিশ্বের বিভিন্ন অংশে আইনি সমস্যার মুখোমুখি হতে হয়েছে সোশ্যাল মিডিয়ার একচ্ছত্র অধিপতিকে ৷ তারই মাঝে এমন ঘোষণা ৷

রিব্র্যান্ড করা নিয়ে ফেসবুক কর্তা জুকেরবার্গ জানিয়েছেন, শুধুমাত্র প্রাথমিক সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকই (Facebook) নয়, এর অন্তর্ভুক্ত হবে ইনস্টাগ্রাম (Instagram), মেসেঞ্জার (Messenger), কোয়েস্ট ভিআর হেডসেট (Quest VR headset), হরাইজন ভিআর প্ল্যাটফর্ম (Horizon VR platform) এবং আরও অনেক কিছু ৷

তিনি বলেন, "আজ দুনিয়া আমাদের সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে দেখছে ৷ কিন্তু আমরা এমন একটা কোম্পানি যা মানুষের মধ্যে যোগাযোগের প্রযুক্তি তৈরি করি, আমাদের ডিএনএ-তে তাই রয়েছে ৷" 'ভার্চুয়াল রিয়্যালিটি'-কে (Virtual Reality) অন্যভাবে প্রকাশের নতুন মাধ্যম 'মেটাভার্স' ৷ জুকেরবার্গ এই শব্দের ব্যাখ্যায় জানিয়েছেন, 'মেটা' (meta) শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ 'বিয়ন্ড' (Beyond) থেকে, অর্থাৎ সবকিছুকে ছাড়িয়ে যাওয়া ৷ 1992 সালে কল্পবিজ্ঞান লেখক নীল স্টিফেনসন (Neal Stephenson) তাঁর 'স্নো ক্র্যাশ' (Snow Crash) উপন্যাসে প্রথম 'মেটাভার্স' (Metaverse) শব্দটি ব্যবহার করেন ৷

Last Updated : Oct 29, 2021, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details