কাবুল, 27 অগস্ট:মার্কিন সেনা (US Army) ও ন্যাটোর (NATO) বাহিনী প্রত্যাহার শুরু হতেই তালিবানের (Taliban) দখলে চলে গিয়েছে আফগানিস্তান (Afghanistan) ৷ এর মধ্যে নতুন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের ইসলামিক স্টেট (Islamic State) ৷ যার আরও একটা পরিচয় ইসলামিক স্টেট খোরাসান (Islamic State Khorasan) ৷ গতকাল, বৃহস্পতিবার কাবুল (Kabul) বিমানবন্দরের বাইরে যে আত্মঘাতী হামলা হয়েছিল, তাতে ওই গোষ্ঠীই জড়িত বলে আমেরিকানরা অভিযোগ করেছে ৷
গতকাল কাবুল বিমানবন্দরের বাইরে যখন মার্কিন সেনার সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ করছিলেন, তখনই ভিড়ের মধ্যে একজন আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়ে ৷ তার পর বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় আফগানিস্তানের ইসলামিক স্টেটের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ৷ এই ঘটনা যথেষ্ট ভয়ের বলেও মনে করেন তিনি ৷ তবে ঘোষিত ডেডলাইন মেনে আগামী মঙ্গলবারই আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এর পরও বলবৎ থাকছে বলে তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন :Kabul Airport Blast : তালিবানদের সঙ্গে আইএস আর হাক্কানিদের যোগ রয়েছে, টুইট আমরুল্লার
ইসলামিক স্টেট খোরাসান কী ?
2014 সাল থেকে মধ্য এশিয়ায় ইসলামিক রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক স্টেট বা আইএস (IS) কার্যকলাপ শুরু করে ৷ সিরিয়া (Siriya) ও ইরাকে (Iraq) স্থানীয় ও আন্তর্জাতিক বাহিনী তাদের এই কার্যকলাপ বন্ধ করে ৷ আর তা করতে প্রায় পাঁচ বছর লেগে যায় ৷ এই আইএসের আফিগানিস্তানের শাখার নাম খোরাসান ৷ খোরাসান প্রদেশের নামেই তারা এই সংগঠনের নাম রাখে ৷ তবে এই প্রদেশের মধ্যে আফগানিস্তানের একটি অংশ ছাড়াও রয়েছে ইরান ও মধ্য এশিয়ার অংশ ৷ এই গোষ্ঠী আইএসকে বা আইএসআইএস (ISIS) কে নামেও পরিচিত ৷
এই ইসলামিক স্টেট খোরাসানের হয়ে কারা লড়াই করে ?
এই গোষ্ঠীটি প্রথমে তৈরি হয়েছিল পাকিস্তানি (Pakistan) তালিবানদের নিয়ে ৷ আফগানিস্তানে মার্কিন সেনা ও ন্যাটোর অভিযানের জেরে এই জঙ্গিরা সব দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ৷ তখনই তারা দেশের বাইরে এই গোষ্ঠীটি তৈরি করে ৷ তার পর তালিবানের তরফে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সঙ্গে শান্তি আলোচনা শুরু করা হয়, তখন আরও তালিবানি জঙ্গি ইসলামিক স্টেটের অংশীদার হয় ৷ এই গোষ্ঠীতে উজবেকিস্তান, ইরান ও তার্কিস্তানের জঙ্গিরাও রয়েছে ৷
আরও পড়ুন :Kabul Airport Blast : সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা, কাবুল বিস্ফোরণের নিন্দায় সরব ভারত
তারা কেন ক্রমশ ভয়ের কারণ হয়ে উঠছে?