ক্যালিফোর্নিয়া , 27 মে : এক ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে 8 জনের ৷ আহত কমপক্ষে একজন ৷ পরে বন্দুকবাজেরও মৃতদেহ উদ্ধার হয় ৷ বুধবার সকালে ঘটনাটি আমেরিকার সান হোসের এক ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটিতে(ভিটিএ) ঘটেছে ৷
দ্য সান্তা ক্লারা কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 8 জনের এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে যে ব্যক্তি গুলি চালিয়েছিল তারও মৃত্যু হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীকে শনাক্ত করা গিয়েছে ৷ তার নাম স্যামুয়েল ক্যাসিডি, বয়স 57 বছর ৷ স্যামুয়েল ওই ভিটিএ-তেই রক্ষণাবেক্ষণের কাজ করত ৷ কিন্তু কী কারণে সে গুলি চালিয়েছিল তা এখনও জানা যায়নি ৷
সকাল 6টা 35 মিনিট নাগাদ সান হোসের পুলিশের কাছে তাদের হেল্পলাইন নম্বর 911-তে একাধিক ফোন আসতে শুরু করে ৷ প্রত্যেকটি ফোনেই ভিটিএ ইয়ার্ডে গুলি চলার কথা বলা হয়েছিল ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ সকাল 8টা 10 নাগাদ ওই শুটারকে মৃত বলে নিশ্চিত করা হয় ৷