পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জো বিডেনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ট্রাম্পের

ফক্স নিউজ়ের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ করে বলেন, ডেমোক্রেটিক ডিবেটে বিডেনের উন্নতি দেখে তাঁর অদ্ভুত লেগেছিল । বিডেনের উন্নতির কারণ যেটা ভাবছেন সেটা তিনি বলতে চান না । তবে কিছু একটা সেবনের আশঙ্কা করছেন তিনি ।

american news
american news

By

Published : Sep 16, 2020, 7:15 PM IST

ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ রাজনৈতিক ডিবেটের পর জো বিডেনের দিকে অভিযোগের আঙুল তোলেন । গতকাল তিনি দাবি করেন, তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বিডেন ডিবেটে পারফরম্যান্সের উন্নতির জন্য মাদক দ্রব্য সেবন করেছিল ।

ফক্স নিউজ়ের সাক্ষাৎকারে তিনি কটাক্ষ করে বলেন, ডেমোক্রেটিক ডিবেটে বিডেনের উন্নতি দেখে তাঁর অদ্ভুত লেগেছিল । ট্রাম্প জানান, শুরুর দিকে যখন একাধিক ডেমোক্রেটিক প্রার্থী মঞ্চে দাঁড়িয়েছিল জো বিডেনকে বিপর্যস্ত ও ভীষণভাবে অক্ষম দেখাচ্ছিল । কিন্তু পরে বামপন্থী প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের সাথে ডিবেটের সময় ঠিক ছিলেন তিনি । ওই সাক্ষাৎকারে জানান বিডেনের উন্নতির কারণ যেটা ভাবছেন সেটা তিনি বলতে চান না । তবে কিছু একটা সেবনের আশঙ্কা করছেন তিনি ।

তিনি বারবার দাবি করেন, 29 সেপ্টেম্বরে শুরু হওয়া প্রেসিডেন্শিয়াল ডিবেটের আগে বিডেনের মাদক পরীক্ষা হোক । পালটা জবাবে ফ্লোরিডা রেডিও স্টেশনে বিডেন বলেন,"আমি পরের ডিবেটের অপেক্ষায় আছি, সে বোকা । ওই মন্তব্য করে বোকামির পরিচয় দিয়েছে ।"

বেশ কয়েক মাস ধরে ট্রাম্প ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন বিডেন মানসিক ভারসাম্য হারিয়েছে । তিনি জানান, জো বিডেন হারিয়ে গেছে । যে মানসিকভাবে বিপর্যস্ত । সে প্রেসিডেন্ট হতে পারে না ।

ABOUT THE AUTHOR

...view details