পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"সীমান্ত রক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ" - undefined

মোদি অ্যামেরিকার বিশ্বস্ত বন্ধু ৷ বললেন ডোনাল্ড ট্রাম্প ৷

ট্রাম্প

By

Published : Sep 22, 2019, 11:04 PM IST

Updated : Sep 22, 2019, 11:37 PM IST

হিউস্টন, 22 সেপ্টেম্বর : মোদি অ্যামেরিকার বিশ্বস্ত বন্ধু ৷ মোদির মতো বন্ধু খুব কম পাওয়া যায় ৷ ট্রাম্পের তুলনায় আপনাদের কাছে ভালো বন্ধু কেউ নেই ৷ হিউস্টনে একথা বললেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি, তিনি বলেন, "তিন কোটি মানুষকে দরিদ্রতা থেকে বের করেছেন মোদি ৷ সত্যিই, অসাধারণ ৷ "

তিনি বলেন

  • ভারতে 400 শতাংশ অপরিশোধিত তেলের রপ্তানি বেড়েছে
  • নাগরিকদের নিরাপত্তা আগে ৷ ইন্দো-অ্যামেরিকান কিংবা হিসপ্যানিক অ্যামেরিকান কিংবা অ্যাফ্রো-অ্যামেরিকান সে যেই হোক
  • ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের মধ্যে 33.33 শতাংশ বেকারত্ব কমেছে
  • 2018 সালে JSW স্টিল 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে
  • এখনের মতো কখনও অ্যামেরিকায় বিনিয়োগ করেনি ভারত ৷ আর এটা দ্বিমুখী বিষয় ৷ আমরাও ভারতে একইভাবে বিনিয়োগ করছি
  • ভারতের সঙ্গে আমরা মহাকাশ নিয়ে কাজ করছি
  • ভারত ও অ্যামেরিকার জওয়ানদের স্যালিউট ৷ ইসলাম সন্ত্রাসবাদ দমন করতে একজোট হচ্ছি
  • অবৈধ অনুপ্রেবশ রুখতে আমরা পদক্ষেপ করছি
  • আমাদের নাগরিকদের রক্ষার জন্য সীমান্ত রক্ষা করতে হবে ৷ সীমান্ত রক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ৷ সীমান্ত রক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ
  • আমাদের দেশে 40 লাখ ভারতীয় রয়েছেন ৷ তাঁদের আলাদা করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই
  • অ্যামেরিকান NBA বাস্কেটবল ভারতে যাবে ৷ মুম্বইতে NBA বাস্কেটবল খেলা দেখবেন ৷ আমি কি নিমন্ত্রিত ? আমি আসতেই পারি ৷ সাবধান !
Last Updated : Sep 22, 2019, 11:37 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details