ওয়াশিংটন, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় ভারতের কাছে সাহায্য চাইল অ্যামেরিকা । ম্যালেরিয়ার ওষুধে আংশিকভাবে হলেও কোরোনা প্রতিরোধ করা যেতে পারে । হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহারে কমতে পারে কোরোনার ক্ষমতা । গবেষণায় এই তথ্য সামনে আসার পর ভারতের কাছে এই ওষুধ সরবরাহের জন্য আবেদন জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
মার্চের শেষের দিকে গবেষণার পর চিকিৎসকদের একাংশ জানান, ম্যালেরিয়ার ওষুধে কিছুটা কমতে পারে কোরোনার ক্ষমতা । প্রেসিডেন্ট ট্রাম্পও এবিষয়ে সহমত পোষণ করেন । বিষয়টিতে মান্যতা দেয় ICMR-ও । এরপর বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা বিজ্ঞপ্তি জারি করে এই ওষুধ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে । বলা হয়, শুধুমাত্র বিশেষ কোনও পরিস্থিতি, মানবিক আবেদন বা বিদেশে কোনও ভারতীয়ের চিকিৎসার জন্যই এই ওষুধ রপ্তানি করা যেতে পারে । ওষুধ রপ্তানি বন্ধ করে দেয় ভারত । কারণ ভারতে যদি কোরোনা থাবা বসায় তাহলে ম্যালেরিয়ার ওষুধ কম পড়ে যাবে ।