পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প, সংক্রমিত মেলানিয়াও - ডোনাল্ড ট্রাম্প

কোরোনায় আক্রান্ত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আক্রান্ত অ্যামেরিকার ফার্স্ট লেডিও ।

Donald Trump, Melania Test Positive For Coronavirus
Donald Trump, Melania Test Positive For Coronavirus

By

Published : Oct 2, 2020, 10:47 AM IST

Updated : Oct 2, 2020, 12:42 PM IST

ওয়াশিংটন, 2 অক্টোবর : ভোটের মুখে কোরোনায় আক্রান্ত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কোরোনায় আক্রান্ত তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও । আজ একথা টুইট করে জানান ট্রাম্প নিজেই ।

ট্রাম্প এবং ফার্স্ট লেডি হোয়াইট হাউজ়েই কোয়ারানটিনে থাকবেন বলে জানানো হয়েছে । গতকালই তাঁদের ঘনিষ্ঠ পরামর্শদাতা হোপ হিক্সের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পরই কোয়ানটিনে যান তাঁরা ।

এর জেরে ফ্লোরিডায় প্রচার কর্মসূচি বাতিল করা হয়েছে । তবে কতদিনের জন্য কোয়ারানটিনে থাকবেন তা নিশ্চিত করেননি ট্রাম্প । নিয়মিত কোরোনা পরীক্ষাও করাতেন তিনি ।

এই ভাইরাসে সংক্রমিতদের কমপক্ষে 14 দিন পর্যন্ত আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে দা সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ।

ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের জন্য মঙ্গলবারই এয়ার ফোর্স ওয়ানে ক্লিভল্যান্ডে যান হোপ হিক্স এবং ডোনাল্ড ট্রাম্প । মিনেসোটায় একটি সমাবেশ সেরে হোয়াইট হাউজ়ে ফেরার সময়ও বুধবার মেরিন ওয়ান হেলিকপ্টারটিতে ট্রাম্পের সঙ্গে ছিলেন হিক্স ।

Last Updated : Oct 2, 2020, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details