ওয়াশিংটন, 16 অগস্ট : আফগানিস্তানের পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে তাঁর ইস্তফা দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৷ তিনি অভিযোগ করলেন, আফগানিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য বাইডেন প্রশাসনের নেওয়া সিদ্ধান্তই দায়ী ৷ রবিবার এ নিয়ে একটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘‘আফগানিস্তানে যা হচ্ছে তা জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ করা উচিত ৷’’
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি এসেছে, গতকাল তালিবান (Taliban)-রা আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul) দখল করার পর ৷ যেখানে আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই, সে দেশের রাষ্ট্রপতি ভবনের দখল নেয় তালিবানরা ৷ ট্রাম্পের মতে, তালিবানদের আফগানিস্তান দখল করাটা খুব একটা বড় ব্যাপার নয় ৷ কারণ, সঠিক পদ্ধতিতে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়নি ৷ আর তারই ফল, তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প ৷