পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিনের কিছু নির্দিষ্ট পড়ুয়া দলের প্রবেশ নিষিদ্ধ অ্য়ামেরিকায় : ট্রাম্প - নির্দিষ্ট পড়ুয়া দলের প্রবেশ নিষিদ্ধ অ্য়ামেরিকায়

কোরোনা সংক্রমণের পর থেকে চিন ও অ্যামেরিকার মধ্য়ে বাণিজ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে উত্তেজেনা ক্রমবর্ধমান । এই পরিস্থিতিতে এবার চিনের কিছু নির্দিষ্ট পড়ুয়া দলের প্রবেশ নিষিদ্ধ করা হল অ্য়ামেরিকায় ।

ছবি
ছবি

By

Published : May 30, 2020, 4:45 PM IST

ওয়াশিংটন, 30 মে : পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সম্পর্কযুক্ত চিনের পড়ুয়া এবং গবেষকদের প্রবেশ নিষিদ্ধ অ্যামেরিকায়। আজ একথা ঘোষণা করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তাঁর কথায়, চিন তাদের পড়ুয়াদের মাধ্যমে অ্যামেরিকার বুদ্ধিমত্তা ও প্রযুক্তি অর্জনের জন্য যে চেষ্টা চালাচ্ছে, এই ঘোষণার জেরে এবার তা বন্ধ হবে ।

ইতিমধ্য়েই বাণিজ্যক্ষেত্রে অ্যামেরিকা ও চিনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে । কোরোনা সংক্রমণ নিয়েও চিনকে বারবার কটাক্ষ করেছে অ্যামেরিকা । এমনকি WHO-কে চিন ঘেঁষা হিসেবে আখ্যা দিয়ে গতকাল তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অ্যামেরিকার প্রশাসন । এই পরিস্থিতিতে এবার এই পড়ুয়াদের দেশে প্রবেশ নিষিদ্ধ করার কথা ঘোষণা করলেন ট্রাম্প ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, "আসলে এই পড়ুয়া ও গবেষকদের ব্যবহার করে চিন প্রচ্ছন্নভাবে একটি বড় অভিযান চালাচ্ছে । পড়ুয়াদের অ্যামেরিকা পাঠিয়ে এ দেশের একের পর উন্নত প্রযুক্তি, আবিষ্কারের সম্পর্কে যাবতীয় তথ্য় সংগ্রহ করছে । পরে সেই তথ্য়, বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহার করে তাদের দেশের সামরিক ক্ষেত্র বিশেষ করে পিপলস লিবারেশন আর্মিকে আরও মজবুত করে তুলছে । অ্যামেরিকার অর্থনীতি, দেশের মানুষের জীবনযাপন ও নিরাপত্তার ক্ষেত্রে চিনের এই প্রচেষ্টার এক সুদূরপ্রসারী প্রভাব রয়েছে । তাই এবার থেকে PLA-র সঙ্গে সম্পর্কযুক্ত চিনের নির্দিষ্ট কিছু পড়ুয়া দলের প্রবেশ নিষিদ্ধ করা হল।"

এবিষয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, "অ্যামেরিকার এই পরিকল্পনার গভীরতা অনেক । এ এক অন্তসার শূন্য মানসিকতার পরিচয়। অ্যামেরিকাকে সতর্ক করতে চাই, যেন ওই দেশে চিনের কোনও ছাত্রের আইনি অধিকারের লঙ্ঘণ না হয়।"

ABOUT THE AUTHOR

...view details