নিউইয়র্ক, 21 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় তিনি নিষিদ্ধ তালিকাভুক্ত ৷ তাতে কী ! এবার নিজের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম (Social Media Platform) নিয়ে আসছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা ধনকুবের ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৷ গত 6 জানুয়ারি ক্যাপিটল হিল কাণ্ডে (Capitol Hill) ইন্ধন জোগানোর অভিযোগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে ট্রাম্পের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয় ৷ ট্রাম্পের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে অথচ তালিবানরা টুইটারে ছেয়ে গিয়েছে ৷
ট্রাম্প জানিয়েছেন, 'ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ' (Trump Media & Technology Group) নামের এই কোম্পানির অন্তর্ভুক্ত 'ট্রুথ সোশ্যাল' অ্যাপ (TRUTH Social app) চালু করবেন ৷ বিগ টেক কোম্পানিগুলো তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ৷ তাঁর জাতীয় উত্তরণের অন্যতম হাতিয়ার তাঁকে দিতে অস্বীকার করেছে ৷ সেই প্রতিশোধ নিতে প্রতিযোগিতায় নামবে এই মিডিয়া কোম্পানি ৷
আরও পড়ুন : Donald Trump : 2 বছরের জন্য সাসপেন্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট