ওয়াশিংটন, 14 ফেব্রুয়ারি:অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকসুর খালাস করল মার্কিন সেনেট। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঐতিহাসিক দ্বিতীয় ইমপিচমেন্ট শুনানিতে তাঁর পক্ষেই রায় দিল সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের সেনেট।
পাঁচদিন ধরে চলা শুনানিতে নাটকীয় সওয়াল-জবাব চলে । তুলে ধরা হয় 6 জানুয়ারির ঘটনার বেশকিছু ভিডিয়ো। তবে শুনানি শেষে প্রত্যাশিতভাবেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা ট্রাম্পের কোনও দোষ খুঁজে পাননি । 74 বছরের বিলিয়নেয়ারকে শাস্তি দিতে হলে সেনেটের দুই-তৃতীয়াংশের ভোটের প্রয়োজন ছিল । এই অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে ভোট পড়ে 43টি আর পক্ষে পড়ে 57টি । তবে এই ভোটাভুটিতে 7 জন রিপাবলিকানের ডেমোক্র্যাটদের দলে যোগ দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়াটা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।