পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক : ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক।" একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

By

Published : Feb 23, 2019, 4:17 AM IST

ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি : "পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক।" একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউজ়ের ওভাল অফিসে তিনি আরও বলেন, "এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সমস্যা রয়েছে।"

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান সেনা ভারতকে যে কোনও অভিযান নিয়ে সতর্ক করে বলেছে, তারা পালটা জবাব দিতে সক্ষম।

পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। বিবৃতিতে সমর্থন জানিয়েছে চিনও। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, "জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।" উল্লেখযোগ্যভাবে বিবৃতিতে আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজ়লিউশনের অধীনে ভারত সরকারকে অবশ্যই সক্রিয়ভাবে সহযোগিতা করবে অন্য দেশগুলি। এই হামলার সংক্রান্ত অন্য বিষয়ে যুক্ত সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃপক্ষকেও সহযোগিতা করবে।"

ABOUT THE AUTHOR

...view details