বুয়েন্স আইরেস, 23 নভেম্বর : যখন জীবিত ছিলেন, তখন বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ মৃত্যুর পরও দেখা যাচ্ছে যে বিতর্ক পিছু ছাড়ছে না দিয়েগো মারাদোনার ৷ এবার কিউবার এক যুবতী মারাদোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন (Cuban woman alleges Diego Maradona raped he) ৷ ওই যুবতীর দাবি, বছর কুড়ি আগে তাঁকে ধর্ষণ করেছিলেন মারাদোনা (rape charges against late Diego Maradona) ৷
কিউবার ওই যুবতীর নাম মাভিস আলভারেজ ৷ তিনি সম্প্রতি আর্জেন্টিনার আদালতে মানব পাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই যুবতী সোমবার এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি প্রয়াত ফুটবলার মারাদোনা সম্পর্কে এই অভিযোগ আনেন ৷
আরও পড়ুন :Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
তাঁর দাবি, ঘটনাটি ঘটেছিল যখন, তখন তাঁর বয়স ছিল মাত্র 16 (Maradona raped Mavys Álvarez when she was 16) ৷ মারাদোনা তাঁকে শারীরিক হেনস্তাও করেন ৷ এমনকি, ড্রাগ নিতেও বাধ্য করেছিলেন ৷