ওয়াশিংটন, 16 এপ্রিল : 12 মাসের মধ্য়ে সম্ভবত আরও একবার নিতে হবে ফাইজ়ারের টিকার তৃতীয় ডোজ় ৷ সংস্থার প্রধান একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি ওই সংস্থার সিইও অ্য়ালবার্ট বোরলা জানিয়েছেন, করোনাভাইরাসের মোকাবিলার জন্য় তৃতীয় ডোজ় নেওয়া জরুরি ৷ এতে সম্পূর্ণ টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ৷
সিএনবিসি-তে সাক্ষাৎকার দিতে গিয়ে অ্য়ালবার্ট বোরলা বলেন, "আমাদের দেখতে হবে কোন সিকোয়েন্সে আমরা টিকা নিচ্ছি ৷ এবং কখন কখন নিচ্ছি ৷ তবে খুব সাধারণভাবে দেখে এটুকু বলা যায় যে করোনা টিকার তৃতীয় ডোজ় নেওয়া খুবই দরকার ৷ যা মূলত ছয় থেকে বারো মাসের মধ্য়ে নেওয়া দরকার ৷ এবং প্রতিবছর একবার করে ভ্য়কসিন নেওয়া দরকার ৷ "