পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এক বছরের মধ্য়ে নিতে হতে পারে ভ্যাকসিনের তৃতীয় ডোজ়, বললেন ফাইজ়ারের সিইও

সিএনবিসি-তে সাক্ষাৎকার দিতে গিয়ে অ্য়ালবার্ট বোরলা বলেন, "আমাদের দেখতে হবে কোন সিকোয়েন্সে আমরা টিকা নিচ্ছি ৷ এবং কখন কখন নিচ্ছি ৷ তবে খুব সাধারণভাবে দেখে এটুকু বলা যায় যে করোনা টিকার তৃতীয় ডোজ় নেওয়া খুবই দরকার ৷ যা মূলত ছয় থেকে বারো মাসের মধ্য়ে নেওয়া দরকার ৷ এবং প্রতিবছর একবার করে ভ্য়কসিন নেওয়া দরকার ৷ "

Pfizer CEO
প্রতীকী ছবি

By

Published : Apr 16, 2021, 6:12 PM IST

ওয়াশিংটন, 16 এপ্রিল : 12 মাসের মধ্য়ে সম্ভবত আরও একবার নিতে হবে ফাইজ়ারের টিকার তৃতীয় ডোজ় ৷ সংস্থার প্রধান একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি ওই সংস্থার সিইও অ্য়ালবার্ট বোরলা জানিয়েছেন, করোনাভাইরাসের মোকাবিলার জন্য় তৃতীয় ডোজ় নেওয়া জরুরি ৷ এতে সম্পূর্ণ টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ৷

সিএনবিসি-তে সাক্ষাৎকার দিতে গিয়ে অ্য়ালবার্ট বোরলা বলেন, "আমাদের দেখতে হবে কোন সিকোয়েন্সে আমরা টিকা নিচ্ছি ৷ এবং কখন কখন নিচ্ছি ৷ তবে খুব সাধারণভাবে দেখে এটুকু বলা যায় যে করোনা টিকার তৃতীয় ডোজ় নেওয়া খুবই দরকার ৷ যা মূলত ছয় থেকে বারো মাসের মধ্য়ে নেওয়া দরকার ৷ এবং প্রতিবছর একবার করে ভ্য়কসিন নেওয়া দরকার ৷ "

আরও পড়ুন- ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ

গতমাসে একটি রিপোর্ট প্রকাশ করে ফাইজ়ার ৷ ওই রিপোর্টে জানানো হয়েছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য় 91 শতাংশ কার্যকর তাদের প্রস্তুত করা টিকা ৷ এবং দ্বিতীয় ডোজ়ের টিকা নেওয়ার পর 95 শতাংশ কার্যকর ৷

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে করোনা রেসপন্স টিম তৈরি করেছেন সেই টিমের প্রধান ডেভিড কেসলার জানিয়েছেন, আমেরিকানদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বুস্টার শট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷

ABOUT THE AUTHOR

...view details