পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বৈশাখী-র মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে - বৈশাখী

বৈশাখী পালনের মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পেশ করলেন জন গারামেন্ডি নামে এক আইনপ্রণেতা ৷

congressman introduced Resolution in US Congress to recognise significance of ''vaisakhi''
"বৈশাখী"র মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

By

Published : Apr 15, 2021, 12:21 PM IST

Updated : Apr 15, 2021, 4:20 PM IST

ওয়াশিংটন, 15 এপ্রিল:মার্কিন আইনকক্ষে এ বার "বৈশাখী"র আমেজ ৷ বৈশাখী ও যাঁরা এটি পালন করেন তাঁদের তাত্পর্যের স্বীকৃতি দিতে আমেরিকার হাউজ অফ রিপ্রেজ়েন্টেটিভসে একটি প্রস্তাব পেশ করলেন এক মার্কিন কংগ্রেসী ৷

কংগ্রেসম্যান জন গারামেন্ডি বৈশাখী প্রস্তাব পেশ করে বলেছেন, "বৈশাখী উত্সবের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় তাত্পর্যকে স্বীকৃতি দিতে এই প্রস্তাব ৷"

শিখ, হিন্দু ও বৌদ্ধরা বসন্তের সময়ে বীজ বপনের উত্সব এই সময়ে পালন করে ৷ এ ছাড়াও বাঙালির কাছে বৈশাখীর বিশেষ মাহাত্ম্য রয়েছে ৷ বাংলা নববর্ষ পালনে মেতে ওঠে ভারত ও বাংলাদেশের আপামর বাঙালি ৷

আরও পড়ুন:মাস্কের আড়ালেই জমে উঠুক এবারের নববর্ষ

জন অধ্যক্ষের উদ্দেশে বলেন, "আমার সঙ্গে বৈশাখী ও যারা তা পালন করে তাদের তাত্পর্যকে স্বীকৃতি দেওয়ার জন্য হাউজ়ের সবার কাছে আবেদন জানাচ্ছি ৷"

আমেরিকায় বৈশাখী সেলিব্রেশনে বড় বড় শোভাযাত্রা বের করা হয় ৷ তবে করোনাভাইরাসের কারণে এ বারের সেলিব্রেশন সে ভাবে হচ্ছে না ৷ বৈশাখী প্রস্তাবের পক্ষে দাঁড়িয়েছেন ডা. আমি বেরা, ফ্রাঙ্ক পালোন-সহ আরও এক ডজন আইনপ্রেণেতা ৷

Last Updated : Apr 15, 2021, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details