ওয়াশিংটন, 15 এপ্রিল:মার্কিন আইনকক্ষে এ বার "বৈশাখী"র আমেজ ৷ বৈশাখী ও যাঁরা এটি পালন করেন তাঁদের তাত্পর্যের স্বীকৃতি দিতে আমেরিকার হাউজ অফ রিপ্রেজ়েন্টেটিভসে একটি প্রস্তাব পেশ করলেন এক মার্কিন কংগ্রেসী ৷
কংগ্রেসম্যান জন গারামেন্ডি বৈশাখী প্রস্তাব পেশ করে বলেছেন, "বৈশাখী উত্সবের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় তাত্পর্যকে স্বীকৃতি দিতে এই প্রস্তাব ৷"
শিখ, হিন্দু ও বৌদ্ধরা বসন্তের সময়ে বীজ বপনের উত্সব এই সময়ে পালন করে ৷ এ ছাড়াও বাঙালির কাছে বৈশাখীর বিশেষ মাহাত্ম্য রয়েছে ৷ বাংলা নববর্ষ পালনে মেতে ওঠে ভারত ও বাংলাদেশের আপামর বাঙালি ৷