বাগোটা, ১০ মার্চ : কলম্বিয়ায় বিমান ভেঙে মৃত্যু হল ১২ জনের। দেশের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সান জোস ডেল গোয়াভাইরি থেকে ভিলাভাইসেনসিও যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
কলম্বিয়ায় বিমান ভেঙে মৃত ১২
কলম্বিয়ায় বিমান ভেঙে পড়ে মৃত ১২। শনিবার সকাল ১০টা ৪০ নাগাদ (স্থানীয় সময়)। শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
ছবিটি প্রতীকী
বিমানটি লা বেনডিসিওন এলাকায় ভেঙে পড়ে শনিবার সকাল ১০টা ৪০ নাগাদ (স্থানীয় সময়)। শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
বিমান ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। কলম্বিয়ার অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।