পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের আমেরিকা - জলবায়ু পরিবর্তন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে তাঁর প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন জন কেরিকে ৷ কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব৷ বাইডেন জানান, জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির কেন্দ্রেই থাকবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি ৷

জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের অ্যামেরিকা
জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের অ্যামেরিকা

By

Published : Jan 28, 2021, 3:47 PM IST

ওয়াশিংটন, 28 জানুয়ারি : জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির কেন্দ্রেই থাকবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি ৷ বুধবার এই কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷ এই বিষয়টিকে এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের কারণ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাই তিনি এই নিয়ে লিখিত নির্দেশ দিয়েছেন বলে হোয়াইট হাউজে উপস্থিত থাকা সাংবাদিকদের জানিয়েছেন বাইডেন৷

তিনি জানিয়েছেন, জলবায়ু নিয়ে তাঁর হয়ে প্রতিনিধিত্ব করবেন জন কেরি ৷ কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব ৷ তিনি এর আগে প্যারিস জলবায়ু চুক্তির বিষয়টি দেখভাল করেছেন ৷

বাইডেনের পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমরিকাকে সরিয়ে নিয়েছিলেন ৷ কিন্তু পদে বসার দিনই ওই চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন৷ এই সিদ্ধান্তের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মেটাতে অন্য দেশগুলির সঙ্গে একসঙ্গে কাজ করতে আমেরিকা কতটা বদ্ধপরিকর, সেটাই প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন জো বাইডেন৷

বাইডেন জানিয়েছেন, জলবায়ু সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক অপেক্ষা করেছে৷ এর থেকে আর বেশি অপেক্ষা করা যাবে না৷ তাই সরকারি ভাবে এই নিয়ে নির্দেশিকা দিয়েছে তাঁর প্রশাসন৷ একই সঙ্গে জলবায়ু নিয়ে একটি সম্মেলন আয়োজন করতেও আগ্রহী আমেরিকা৷ সেই কথাও জানিয়েছেন বাইডেন৷

আরও পড়ুন :রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন বাঙালি-কন্যা

একই সঙ্গে তিনি জানান, জি7 ও জি20 -এর মতো আন্তর্জাতিক সংগঠনগুলিতেও এই নিয়ে আলোচনা করা হবে৷ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার বিষয়েও কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র৷

ABOUT THE AUTHOR

...view details