ওয়াশিংটন, 28 জানুয়ারি : জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির কেন্দ্রেই থাকবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি ৷ বুধবার এই কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷ এই বিষয়টিকে এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের কারণ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাই তিনি এই নিয়ে লিখিত নির্দেশ দিয়েছেন বলে হোয়াইট হাউজে উপস্থিত থাকা সাংবাদিকদের জানিয়েছেন বাইডেন৷
তিনি জানিয়েছেন, জলবায়ু নিয়ে তাঁর হয়ে প্রতিনিধিত্ব করবেন জন কেরি ৷ কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব ৷ তিনি এর আগে প্যারিস জলবায়ু চুক্তির বিষয়টি দেখভাল করেছেন ৷
বাইডেনের পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমরিকাকে সরিয়ে নিয়েছিলেন ৷ কিন্তু পদে বসার দিনই ওই চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন৷ এই সিদ্ধান্তের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মেটাতে অন্য দেশগুলির সঙ্গে একসঙ্গে কাজ করতে আমেরিকা কতটা বদ্ধপরিকর, সেটাই প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন জো বাইডেন৷