পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ট্রাম্পের রিসর্টে ঢোকার সময় গ্রেপ্তার চিনা মহিলা - Malware

ডোনান্ড ট্রাম্পের রিসর্টে ঢোকার সময় গ্রেপ্তার এক চিনা মহিলা

ডোনান্ড ট্রাম্প

By

Published : Apr 3, 2019, 12:26 PM IST

ওয়াশিংটন, 3 এপ্রিল : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের রিসর্টে ঢোকার সময় এক চিনা মহিলাকে গ্রেপ্তার করল গোয়েন্দারা। সেই সময় রিসর্টে ছিলেন ডোনান্ড ট্রাম্প। ধৃতের কাছ থেকে ম্যালওয়ার ভরতি থাম ড্রাইভ (পেনড্রাইভ) ও দুটি চিনা পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার দুপুরে মার-আ-লাগো রিসর্টে ঢুকছিল ওই মহিলা। নিজেকে রিসর্টের সদস্য হিসেবে পরিচয় দেয় সে। দাবি করে, সে সুইমিং পুলে যাচ্ছে। যদিও তার কাছে কোনও সুইমিং সুট ছিল না। পরে বয়ান পালটে সে দাবি করে, একটি অ্যামেরিকান-চিনা মৈত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছে। যদিও আদতে সেরকম কোনও অনুষ্ঠান ছিল না। সন্দেহ হওয়ায় হোটেলের রিসেপশনিস্ট সিক্রেট সার্ভিস এজেন্টকে বিষয়টি জানান। তারপর মহিলাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় মহিলা দাবি করে, রিসর্টটি ঘুরেফিরে দেখতে ও ছবি তোলার জন্য তাড়াতাড়ি এসেছে। সে সময় চিনা ভাষায় লেখা একটি নথি দেখায়। ফলে তা বুঝতে পারেননি সিক্রেট সার্ভিস এজেন্ট। অভিযোগপত্র অনুযায়ী, "জিজ্ঞাসাবাদের সময় মহিলা আরও একটি নতুন বয়ান দেয়। বলে, অনুষ্ঠানটির জন্য চার্লস নামে এক চিনা বন্ধু তাকে সাংহাই থেকে পাম বিচে আসতে বলেছিল। পাশাপাশি, ওই চিনা বন্ধু প্রেসিডেন্টের পরিবারের কোনও সদস্যের সঙ্গে অ্যামেরিকান-চিনা বৈদেশিক অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে কথা বলতে বলেছিল।"

আইন না মেনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করার জন্য পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার থেকে চারটি সেলফোন, একটি ল্যাপটপ, একটি হার্ড ড্রাইভ ও একটি থাম্ব ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details