ওয়াশিংটন, 3 এপ্রিল : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের রিসর্টে ঢোকার সময় এক চিনা মহিলাকে গ্রেপ্তার করল গোয়েন্দারা। সেই সময় রিসর্টে ছিলেন ডোনান্ড ট্রাম্প। ধৃতের কাছ থেকে ম্যালওয়ার ভরতি থাম ড্রাইভ (পেনড্রাইভ) ও দুটি চিনা পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার দুপুরে মার-আ-লাগো রিসর্টে ঢুকছিল ওই মহিলা। নিজেকে রিসর্টের সদস্য হিসেবে পরিচয় দেয় সে। দাবি করে, সে সুইমিং পুলে যাচ্ছে। যদিও তার কাছে কোনও সুইমিং সুট ছিল না। পরে বয়ান পালটে সে দাবি করে, একটি অ্যামেরিকান-চিনা মৈত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছে। যদিও আদতে সেরকম কোনও অনুষ্ঠান ছিল না। সন্দেহ হওয়ায় হোটেলের রিসেপশনিস্ট সিক্রেট সার্ভিস এজেন্টকে বিষয়টি জানান। তারপর মহিলাকে আটক করা হয়।