পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Quad Summit : ওয়াশিংটনে প্রথম কোয়াড সম্মেলনকে ‘দলবাজি’ বলে সমালোচনা চিনের - Narendra Modi

কোয়াড সম্মেলন নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমালোচনায় সরব হল চিন ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন বিরোধী এই জোট কারও সমর্থন পাবে না বলে এদিন চিনের তরফে দাবি করা হয়েছে ৷

china-slams-quad-ahead-of-1st-in-person-summit-in-us-says-itll-find-no-support
ওয়াশিংটনে প্রথম কোয়াড সম্মেলনকে ‘দলবাজি’ বলে সমালোচনা চিনের

By

Published : Sep 24, 2021, 10:38 PM IST

বেজিং, 24 সেপ্টেম্বর : ওয়াশিংটনে ব্যক্তিগত পর্যায়ে কোয়াড সম্মেলনে অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া ৷ এই সম্মেলনকে শুক্রবার চিন ‘দলবাজি’ বলে সমালোচনা করল ৷ বেজিংয়ের তরফে বলা হয়েছে, ‘‘সময়ের বিপরীতে চলা ‘একচেটিয়া জোট’ যারা কারও সমর্থন পাবে না ৷’’ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা শুক্রবার হোয়াইট হাউসে প্রথমবার ব্যক্তিগতভাবে কোয়াড সম্মেলনে অংশ নেবেন ৷

সাংবাদিকদের তরফে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ানকে এই চার দেশের কোয়াড সম্মেলন নিয়ে প্রশ্ন করা হয় ৷ যেখানে বলা হয়, আশা করা হচ্ছে এই কোয়াড শীর্ষ সম্মেলনে বেশ কিছু আলোচনা হবে যাতে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংকে একাধিক চ্যালেঞ্জ এবং ঝুঁকির মোকাবিলা করতে হবে ৷ যা নিয়ে চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘কোয়াডরিটেরিয়াল দলবাজিতে কোনও তৃতীয় কোনও দেশ এবং তাঁর স্বার্থকে আঘাত করা উচিত নয় ৷’’

আরও পড়ুন :Modi Meet Harris: কমলা হ্যারিসকে তাঁর দাদুর স্মৃতি উপহার মোদির

চিনের বিদেশমন্ত্রকের ওই মুখপাত্র আরও জানান, ‘‘চিন সবসময় বিশ্বাস করে যে, কোনও আঞ্চলিক সমন্বয় শক্তির কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করা বা তাঁর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয় ৷ সময়ের বিপরীতে গিয়ে কোনও তৃতীয় দেশের বিরুদ্ধে কোনও আঞ্চলিক শক্তির ‘একচেটিয়া জোটে’র আকাঙ্খাকে কেউ সমর্থন করবে না ৷’’ দক্ষিণ চিন সাগরে নিজেদের দাবির সমর্থনে জাও বলেন, ‘‘চিন বিশ্ব শান্তির প্রতিষ্ঠাতা ৷ বিশ্বের উন্নয়নের অন্যতম অংশীদার এবং বিশ্বব্যবস্থার রক্ষক ৷’’

আরও পড়ুন : Modi-Harris meet : ভারত আমেরিকার খুব গুরুত্বপূর্ণ সহযোগী, প্রধানমন্ত্রীকে জানালেন কমলা হ্যারিস

ABOUT THE AUTHOR

...view details