বেজিং, 24 সেপ্টেম্বর : ওয়াশিংটনে ব্যক্তিগত পর্যায়ে কোয়াড সম্মেলনে অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া ৷ এই সম্মেলনকে শুক্রবার চিন ‘দলবাজি’ বলে সমালোচনা করল ৷ বেজিংয়ের তরফে বলা হয়েছে, ‘‘সময়ের বিপরীতে চলা ‘একচেটিয়া জোট’ যারা কারও সমর্থন পাবে না ৷’’ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা শুক্রবার হোয়াইট হাউসে প্রথমবার ব্যক্তিগতভাবে কোয়াড সম্মেলনে অংশ নেবেন ৷
সাংবাদিকদের তরফে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ানকে এই চার দেশের কোয়াড সম্মেলন নিয়ে প্রশ্ন করা হয় ৷ যেখানে বলা হয়, আশা করা হচ্ছে এই কোয়াড শীর্ষ সম্মেলনে বেশ কিছু আলোচনা হবে যাতে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংকে একাধিক চ্যালেঞ্জ এবং ঝুঁকির মোকাবিলা করতে হবে ৷ যা নিয়ে চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘কোয়াডরিটেরিয়াল দলবাজিতে কোনও তৃতীয় কোনও দেশ এবং তাঁর স্বার্থকে আঘাত করা উচিত নয় ৷’’