পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ফেরাল চিন

ভারত ও চিনের মধ্যে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সেই প্রস্তাব ফেরাল চিন । সীমান্তে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত বা চিন কেউই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাইছে না বলে আজ জানান চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জ়াও লি়জ়িয়াং ।

America and China
অ্যামেরিকা ও চিন

By

Published : May 29, 2020, 3:02 PM IST

দিল্লি, 29 মে : পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে । ভারত ও চিনের সীমান্ত বিরোধ বিষয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সেই প্রস্তাব ফিরিয়ে দিল চিন । সীমান্তে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত বা চিন কেউই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাইছে না বলে আজ জানান চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জ়াও লি়জ়িয়াং ।

জ়াও লিজ়িয়াং সাংবাদিকদের বলেন, "ভারত ও চিনের তরফে সীমান্ত সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । আলোচনা ও পরামর্শের মাধ্যমে দু'পক্ষই নিজেদের ইশুগুলি সমাধানে সক্ষম । আমরা তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ চাই না ।"

ভারতের তরফেও বুধবার বলা হয় যে, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের কাজে ব্যস্ত রয়েছে দেশ । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "সমস্যা সমাধানে সামরিক ও কূটনৈতিক স্তরে দু'পক্ষই ব্যবস্থা গ্রহণ করেছে । যার ফলে কথাবার্তার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব । "

5 মে পূর্ব লাদাখে প্রায় 250 জন চিন ও ভারত সেনা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় । এরপরেই দু'দেশের সম্পর্কে অবনতি হয় । এই সংঘর্ষে 100-র বেশি ভারতীয় ও চিন সেনার জওয়ান জখম হন । 9 মে উত্তর সিকিমেও একই ঘটনা ঘটে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details