ওয়াশিংটন, 23 জুন : চিনা সেনার একজন সিনিয়র জেনেরাল তার বাহিনীকে ভারতীয় সেনার উপর আক্রমণের নির্দেশ দিয়েছিলেন ৷ পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে গত সপ্তাহে ভারত-চিন সংঘর্ষ হয় ৷ এই সংঘর্ষ নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য দিল অ্যামেরিকার গোয়েন্দারা ৷
ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডারের প্রধান জেনেরাল জ়াও জ়ঙ্গকি চিনের পিপলস লিবারেশন আর্মির হয়ে দেশের সেবা করছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের তরফে বলা হয়, জ়াও উত্তর ভারত ও দক্ষিণ-পশ্চিম চিনের সীমান্তে অভিযান চালানোয় অনুমতি দিয়েছিলেন ৷ সূত্রের খবর, ভারতের সঙ্গে পূর্ববর্তী অবস্থানের তদারকি করা জ়াও এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে, দিল্লি-সহ অ্যামেরিকা ও তার সহযোগীদের দ্বারা শোষণ এড়াতে চিনকে অবশ্যই দুর্বল বলে মেনে নেওয়া উচিত নয় ৷
গত সপ্তাহে হওয়া সংঘর্ষের পর চিনের পদক্ষেপের বিরোধিতা করে অ্যামেরিকান গোয়েন্দাদের মূল্যায়ণ ৷ এই মূল্যায়ণে বলা হয়, এই ভয়নাক সংঘর্ষে 20জন ভারতীয় ও 35জন চিনা সেনাকর্মী মারা গিয়েছেন ৷ এই সংঘর্ষ খারাপ পরিস্থিতির কারণে নয়, বরং বেজিংয়ের পূর্ব পরিকল্পনা মতো ভারতকে শক্তি দেখানোর জন্য করা হয়েছিল ৷ কিন্তু, এই সংঘর্ষের এক সপ্তাহ পরও এর প্রভাব থেকে যাওয়ায় বেজিংয়ের পূর্ব পরিকল্পনাটি তাদের উপরই বুমেরাং হয়ে যায় ৷
5G পরিকাঠামোতে সাহায্যের জন্য চিনা কম্পানিতে কর্মী নিয়োগ বন্ধ করতে বহু মাস আগেই ভারতের উপর চাপ সৃষ্টি করেছিল অ্যামেরিকা ৷ গত সপ্তাহে ভারত-চিন সংঘর্ষের পর ভারতীয়রা জনে জনে চিনা সোশাল মিডিয়া অ্যাপ টিকটক ডিলিট করতে শুরু করে ৷ এমন কী, চিনে তৈরি ফোনগুলিকেও ভেঙে ফেলে প্রতিবাদ জানায় ৷