পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিনকে মাথায় না চড়িয়ে সাইবার হামলা নিয়ে ভারতের পাশে আমেরিকা - সাইবার হামলা

ভারতের পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে চিনা হ্যাকাররা । এই খবর ছড়িয়ে পড়তেই এ ব্যাপারে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা । মার্কিন কংগ্রেসের ফ্রাংক প্যালোন জানিয়েছেন, চিনকে কিছুতেই মাথায় চড়তে দেওয়া হবে না ।

"Can't Allow China To Dominate": US Lawmaker On India Cyberattack
চিনকে মাথায় না চড়িয়ে সাইবার হামলা নিয়ে ভারতের পাশে আমেরিকা

By

Published : Mar 2, 2021, 9:41 AM IST

ওয়াশিংটন, 2 মার্চ:ভারতের পাওয়ার গ্রিড সিস্টেমে চিনা সাইবার হানার খবর ছড়িয়ে পড়তেই দিল্লির পাশে দাঁড়ানোর বার্তা দিল আমেরিকা । মার্কিন এক আইনপ্রণেতা এ ব্যাপারে ভারতের পাশে দাঁড়ানোর জন্য বাইডেন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ।

মার্কিন কংগ্রেসের ফ্রাংক প্যালোন সোমবার টুইটে লেখেন, ''আমাদের কৌশলগত সঙ্গীর পাশে দাঁড়ানো উচিত আমেরিকার । ভারতের গ্রিডে ভয়ংকর সাইবার হানা চালিয়েছে চিন। যার জেরে অতিমারীর পরিস্থিতিতেও ভারতীয় হাসপাতালগুলিতে জেনারেটর জ্বালাতে হয়েছে। এই ঘটনায় চিনকে তীব্র নিন্দা করা উচিত ।''

ম্যাসাচুসেটসের কোম্পানি রেকর্ডেড ফিউচারের দাবি, দু দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলাকালীন চিনা সরকারের সঙ্গে সংযুক্ত একদল হ্যাকার ম্যালওয়্যারের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ পাওয়ারগ্রিড সিস্টেমকে নিশানা করেছে । মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ ব্যাপারে বলেছিল তারা এই খবর সম্পর্কে অবগত । তাদের মুখপাত্রের কথায়, ''এ ব্যাপারে আরও স্পষ্ট ধারণা পেতে, পর্যালোচনা করা হচ্ছে । সাইবারস্পেসে হামলার নিয়ে বিশ্বব্যাপী সঙ্গীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে ।'' তিনি আরও বলেন, ''সাইবারস্পেস-সহ অন্যান্য হামলা নিয়ে রাষ্ট্রগুলিকে নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সাইবেরসিকিওরিটি রক্ষায় যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।''

আরও পড়ুন:চিনা হ্যাকারদের নিশানায় ভারতের কোভিড টিকা গবেষণা !

সাইবার হানার খবর প্রকাশ্যে আসার পরই মার্কিন আইনপ্রণেতা ফাংক প্যালোন টুইটে চিনকে একহাত নিয়ে লেখেন, ''জোর করে ও ভয় দেখিয়ে চিনকে এই রিজিয়নে আধিপত্য বিস্তার করতে দেব না ।''

ABOUT THE AUTHOR

...view details