টরন্টো, 6 জুন : বর্ণবৈষম্য বিরোধী প্রতিবাদে যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রতিবাদীদের সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে বসলেন তিনিও।
শুক্রবার ওটায়ার পার্লামেন্ট হিলে কালো মাস্ক পরে, দেহরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কয়েকজন প্রতিবাদী তাঁকে হাঁটু গেড়ে বসতে অনুরোধ করলে তিনি সেই অনুরোধ রাখেন। পাশে দাঁড়ানোর জন্য প্রতিবাদীরা তাঁকে ধন্যবাদ জানান। "ব্ল্যাক লাইভস ম্যাটার" স্লোগানে মাথা নেড়ে সমর্থন জানান ট্রুডো।
সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, অ্যামেরিকায় যা হচ্ছে, তা অত্যন্ত ভয় ও ত্রাসের সঙ্গে দেখছে কানাডাবাসী। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিবাদীদের রাস্তা থেকে সরানোর জন্য কাঁদানে গ্যাসের ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি 21 সেকেন্ড চুপ করেছিলেন।