ভ্যানকুভার, 30 জুন : 49.5 ডিগ্রি সেলসিয়াস উঠল কানাডার তাপমাত্রা ৷ এ নিয়ে লাগাতার তিনদিন উর্ধ্বমুখী কানাডার তাপমাত্রা ৷ ব্রিটিশ কলম্বিয়ার শহর লিটনে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৷ গত 28 জুন কানাডার ওই এলাকায় তাপমাত্রা বাড়তে শুরু করে ৷ গত রবিবার ব্রিটিশ কলম্বিয়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 46.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা আজ মঙ্গলবার 49 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে ৷ বিশ্ব উষ্ণায়নের এই প্রভাবে জেরবার কানাডার নাগরিকরা ৷ তবে, শুধু কানাডা নয়, গোটা বিশ্ব এই উষ্ণায়নের প্রকোপে জেরবার ৷
1937 সালে কানাডার শহর সাসকাচেওয়ানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 45 ডিগ্রি সেলসিয়াস ৷ কানাডার পরিবেশ বিভাগের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ মার্কিন প্রশান্ত মহাসাগর উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণে গরম হাওয়া বইছে বলে জানা গিয়েছে ৷ এমনকি পশ্চিম কানাডায় গরমের দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি সেদেশের আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়া এলাকার প্রায় সব জায়গাতেই তাপমাত্রা উর্ধ্বমুখী রয়েছে ৷
কানাডার পরিবেশ এবং আবহাওয়া বিভাগ তাদের টুইটারে লিখেছে, ‘‘স্থানীয় সময় বিকেল 4.20 মিনিটে লিটন আবহাওয়া অফিস জানিয়েছে বাতাসের তাপমাত্রা 49.5 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ যা লাগাতার 3 দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ৷’’ মঙ্গলবারের পর থেকে তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ধীরে ধীরে তা নামতে শুরু করবে বলে জানানো হয়েছে কানাডার পরিবেশ বিভাগের তরফে ৷ গত রবিবার দুপুরে কানাডার সামুদ্রিক শহর ভ্যানকুভারে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস ৷ ওই দিন অনেক মানুষ সমুদ্র সৈকতে গিয়েছিলেন ৷ কিন্তু, বাড়তে থাকা গরমের জেরে সমুদ্র সৈকতে মানুষের ভীড় কমে গিয়েছিল ৷