মারানহাও (ব্রাজিল), 23 মে:কোভিড বিধি লঙ্ঘন করার জন্য জরিমানা করা হল ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে ৷ করোনাভাইরাসের ছোবলে জেরবার ব্রাজিলের মারানহাওয়ের গভর্নর জানিয়েছেন, জনগণের একটি অনুষ্ঠানে স্বাস্থ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না-মানায় জরিমানা দিতে হবে প্রেসিডেন্ট বলসোনারোকে ৷
গভর্নর ফ্লাভিয়ো দিনো টুইটে লিখেছেন, "মারানহাওয়ের জনসমাগমে কোনও সুরক্ষাকবচ ছাড়াই প্রচার চালানোর জন্য বলসোনারোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ৷ আইন সবার জন্য সমান ৷" দিনো জানিয়েছেন, 100 জনের উপরে জনসমাগম সেখানে নিষিদ্ধ এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক ৷