হোসে সারামাগোর ব্লাইন্ডনেস উপন্যাসে একটা গোটা শহর অন্ধ হয়ে যায় ! মানে সেখানকার সমস্ত নাগরিক অন্ধত্বের মহামারীতে আক্রান্ত হন ৷ তারপরই ভয়ঙ্কর হয়ে ওঠে পরিস্থিতি ৷ শুরু হয় একের পর এক খুন-ধর্ষণ-রাহাজানি ৷ বলা বাহুল্য, নোবেল জয়ী লেখকের অন্ধত্ব ছিল মেটাফোর, পাঠক মাত্রেই বোঝেন ৷ এখানে সেই বিষয়ে নয়, মধ্য আমেরিকার কাউবয়দের দেশ মেক্সিকোর টিলটেপেক গ্রামের সকলেই যে দৃষ্টিহীন, তা এক অভিশপ্ত বাস্তব ! এমনকী গ্রামের গৃহপালিত পশুরাও চোখে দেখতে পায় না !
জেনে রাখা ভালো যে, টিলটেপেক গ্রামের জাপোটেক জনজাতির মানুষ জন্মগতভাবে অন্ধ নয় ৷ এখানকার নবজাতকেরা আর পাঁচটি সদ্যজাতের মতোই সুস্থ-সবল শরীরের জন্ম নেয় ৷ কিন্তু, কীভাবে যেন সপ্তাহ খানেকের মধ্যে হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি ! ঘটনা খুব নতুন নয় ৷ এই বিষয়ে অবগত মেক্সিকো সরকারও ৷ ফলে, অজ্ঞাত কারণে দিনেও "অন্ধকার" নামা গ্রামটিকে নিয়ে প্রশসনের উদ্যোগে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা ৷ গ্রামবাসীদের দাবি, লাবজুয়েলা নামের এক ধরনের গাছই একগ্রাম অন্ধত্বের জন্য দায়ী ৷ শয়তান গাছের কারণেই দুঃস্বপ্নে বন্দী টিলটেপেক ৷ সেই গাছ নিয়ে ইতিমধ্যে গবেষণা সেরে ফেলেছেন বিজ্ঞানীরা ৷ তাঁদের মতে, লাবজুয়েলা অন্ধত্বের কারণ, এমন প্রমাণ মেলেনি ৷ তাহলে ?