ওয়াশিংটন, 30 জানুয়ারি:হাসপাতালে গিয়ে মার্কিন সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিকদের সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ শুক্রবার ওয়াল্টার রিড ন্য়াশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান তিনি৷ কথা বলেন চিকিৎসাধীনদের সঙ্গে৷ প্রসঙ্গত, এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বাইডেনের ছেলে বিউ বাইডেন৷ ব্রেন ক্য়ান্সারে আক্রান্ত বিউ এই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তাই ওয়াল্টার রিডের এই হাসপাতালের প্রতি বরাবরই আবেগপ্রবণ অ্য়ামেরিকার 46তম প্রেসিডেন্ট৷ শুক্রবার সে কথা নিজে মুখে বলেনও তিনি৷
পিছিয়ে নেই প্রেসিডেন্ট পত্নীও৷ শুক্রবারই একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন৷ সেনা জওয়ানদের পরিবারের বিভিন্ন সমস্য়া নিয়ে বরাবরই সরব তিনি৷ শুক্রবার সেনা স্কুলের পড়ুয়াদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি৷
পড়ুয়াদের দাবি, তাঁরা চান, তাঁরাও যে দেশের কাজে নিযুক্ত রয়েছেন, সে সম্পর্কে আরও বেশি করে জানুক দেশবাসী৷ তাঁদের সেই দাবি মেনে নিয়েছেন ফার্স্ট লেডি৷ অ্য়ামেরিকার সাধারণ মানুষ যাতে এ বিষয়ে সচেতন হন, তার উপর জোর দিচ্ছেন জিল বাইডেন৷ পড়ুয়াদের তিনি বলেন, ছাত্রছাত্রীদের অবদান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন প্রেসিডেন্টও৷