ওয়াশিংটন, 27 জানুয়ারি: দেশে জাতিবৈষম্য় দূর করতে একের পর এক নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ নির্বাচনী প্রচার চলাকালীন জো প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে সকলের সমানাধিকার নিশ্চিত করবেন৷ ওয়াকিবহাল মহলের মতে, প্রেসিডেন্টের চেয়ারে বসে সেই প্রতিশ্রুতিই পালন করলেন বাইডেন৷
আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসাবে বাইডেন দায়িত্ব নিয়েছেন সবে এক সপ্তাহ হয়েছে৷ মঙ্গলবার তাঁর মুখে উঠে আসে জর্জ ফ্লয়েডের খুনের ঘটনা৷ প্রসঙ্গত উল্লেখ্য়, গত বছরের মে মাসে মিনেসোটা পুলিশের এক আধিকারিকের হাতে খুন হতে হয় ওই কৃষ্ণাঙ্গকে৷ আমেরিকা তো বটেই, গোটা দুনিয়া এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে৷ প্রশ্নের মুখে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও৷ কারণ, নানা সময়ে তাঁর মুখে এমন অনেক মন্তব্য় শোনা গিয়েছে, যা বর্ণবৈষম্য়কে উসকানি দেওয়ার পক্ষে যথেষ্ট৷ বাইডেনের প্রতিশ্রুতি ছিল, তিনি যদি ক্ষমতায় আসেন, তাহলে এর অবসান ঘটাবেনই৷
ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে তাঁকে খুন করেছিলেন মিনেসোটার ওই পুলিশ আধিকারিক৷ বাইডেনের মতে, ওই ঘটনা আদতে সুবিচারেরও টুঁটি চেপে ধরেছিল৷ কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে৷ বদলে গিয়েছে ভাবনা, মানসিকতা৷