ওয়াশিংটন, 26 এপ্রিল :করোনা আবহে ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর আমেরিকা ৷ এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ টুইটারে এই প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি ৷
গত বছর গোটা আমেরিকা যখন করোনায় কাবু, ঠিক তখনই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে সেদেশে রাশি রাশি হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল নয়াদিল্লি ৷ ভারতের সেই সাহায্য তাঁরা যে ভোলেননি, সেকথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাইডেন ৷
তাঁর টুইটার হ্য়ান্ডেলে জো বাইডেন লেখেন, ‘‘এর আগে আমরা যখন বিপদে পড়েছিলাম, তখন ভারত আমাদের হাসপাতালগুলিতে ওষুধ পাঠিয়েছিল ৷ আর এখন ভারত বিপদে আছে ৷ আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর ৷’’