ওয়াশিংটন, 27 মার্চ : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই সামিটে উপস্থিত থাকবেন আরও 39 জন দেশনায়ক ৷ আগামী মাসের 22 ও 23 তারিখে ওই সামিট হবে ৷ হোয়াইট হাউসের তরফে ওই খবর জানানো হয়েছে ৷
মোদি ছাড়াও ওই সামিটে উপস্থিত থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিড সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জাহির বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিশ জনসন সহ প্রমুখ ৷ হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ওই কনফারেন্সে ৷
রাষ্ট্রনেতাদের সামিট শেষ হওয়ার পর চলতি বছরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আরও একটি কনফারেন্স হবে ৷ যার নাম সিওপি 26 ৷ গ্লাসকোতে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে ৷