মস্কো, 23 ফেব্রুয়ারি : ইউক্রেনকে ঘিরে পূর্ব ও পশ্চিম বিশ্বের লড়াই ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে ৷ এদিকে রাশিয়ার আইনসভা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনীর ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে ৷ পশ্চিমী বিশ্বের নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ায় অর্থনৈতিক সংকটও তৈরি হতে পারে ৷
পুতিন সেনা প্রত্যাহারে নারাজ থাকায় পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে ৷ যা আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রও সামরিক প্রস্তুতি শুরু করেছে ৷ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যেগুলি রাশিয়ার সীমান্তে, সেখানে মার্কিন সেনা মোতায়েনও করা হচ্ছে ৷ সেখানে এফ-35 যুদ্ধবিমান ও এএইচ-64 অ্যাপাচে হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, আন্তর্জাতিক আইন ভাঙছে রাশিয়া (Violation of international laws) ৷ তাই এই প্রস্তুতি ৷ তবে পুরোটাই ইউক্রেনকে রক্ষা করার স্বার্থে বলেও তিনি স্পষ্ট করেছেন ৷
তাই তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে তাঁরা একজোট হয়ে ইউক্রেনের পাশে থাকবে ৷ সেই কারণে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশ সচিবের যে বৈঠক ছিল জেনেভায়, তা বাতিল করে দেওয়া হয়েছে ৷ এর থেকে রাশিয়া থেকে যে গ্যাস পাইপলাইন আসার কথা ছিল, সেই প্রক্রিয়া থমকে যাবে ৷