পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমেরিকা-তালিবান চুক্তি নিয়ে পর্যালোচনার বার্তা হোয়াইট হাউসের

শুক্রবার হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ়্য়াক সুলিভান এই সিদ্ধান্তের কথা আফগানিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ হামদুল্লাহ মোহিবকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন ৷ ফোনে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্য়ে কথা হয়েছিল ৷

biden-admin-to-review-us-taliban-deal
আমেরিকা-তালিবান চুক্তি নিয়ে পর্যালোচনার বার্তা হোয়াইট হাউসের

By

Published : Jan 23, 2021, 8:06 PM IST

ওয়াশিংটন, 23 জানুয়ারি : তালিবানের সঙ্গে হওয়া আমেরিকার নয়া চুক্তির বিষয়ে আবারও ভাবনাচিন্তা করবে হোয়াইট হাউস ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে এমনটাই জানানো হল ৷ 2020 সালের ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প নয়া এই চুক্তি সই করেছিলেন ৷ এবার সেই চুক্তি নিয়েই নতুন করে ভাবনাচিন্তা করবে বাইডেন প্রশাসন ৷

শুক্রবার হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ়্য়াক সুলিভান এই সিদ্ধান্তের কথা আফগানিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ হামদুল্লাহ মোহিবকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন ৷ ফোনে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্য়ে কথা হয়েছিল ৷ সুলিভান জানিয়েছেন, আফগানিস্তানে সন্ত্রাস বন্ধ করতে, তালিবান জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আর নয়তো আফগানিস্তানের সঙ্গে অর্থবহ চুক্তি স্বাক্ষর করতে হবে ৷’’

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসায় বাইডেনকে ধন্য়বাদ হু প্রধানের

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সুলিভান আফগান সরকারের সঙ্গে খুব একনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন ৷ সঙ্গে ন্য়াটো সহ অন্য়ান্য় আঞ্চলিক দলগুলির সঙ্গেও আলোচনা চালাচ্ছেন ৷ প্রসঙ্গত, 2500 মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প ৷ সেই সিদ্ধান্তও প্রত্য়াহার করা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details