পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমেরিকা-তালিবান চুক্তি নিয়ে পর্যালোচনার বার্তা হোয়াইট হাউসের - আমেরিকা তালিবান চুক্তি

শুক্রবার হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ়্য়াক সুলিভান এই সিদ্ধান্তের কথা আফগানিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ হামদুল্লাহ মোহিবকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন ৷ ফোনে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্য়ে কথা হয়েছিল ৷

biden-admin-to-review-us-taliban-deal
আমেরিকা-তালিবান চুক্তি নিয়ে পর্যালোচনার বার্তা হোয়াইট হাউসের

By

Published : Jan 23, 2021, 8:06 PM IST

ওয়াশিংটন, 23 জানুয়ারি : তালিবানের সঙ্গে হওয়া আমেরিকার নয়া চুক্তির বিষয়ে আবারও ভাবনাচিন্তা করবে হোয়াইট হাউস ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে এমনটাই জানানো হল ৷ 2020 সালের ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প নয়া এই চুক্তি সই করেছিলেন ৷ এবার সেই চুক্তি নিয়েই নতুন করে ভাবনাচিন্তা করবে বাইডেন প্রশাসন ৷

শুক্রবার হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ়্য়াক সুলিভান এই সিদ্ধান্তের কথা আফগানিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ হামদুল্লাহ মোহিবকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন ৷ ফোনে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্য়ে কথা হয়েছিল ৷ সুলিভান জানিয়েছেন, আফগানিস্তানে সন্ত্রাস বন্ধ করতে, তালিবান জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আর নয়তো আফগানিস্তানের সঙ্গে অর্থবহ চুক্তি স্বাক্ষর করতে হবে ৷’’

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসায় বাইডেনকে ধন্য়বাদ হু প্রধানের

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সুলিভান আফগান সরকারের সঙ্গে খুব একনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন ৷ সঙ্গে ন্য়াটো সহ অন্য়ান্য় আঞ্চলিক দলগুলির সঙ্গেও আলোচনা চালাচ্ছেন ৷ প্রসঙ্গত, 2500 মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প ৷ সেই সিদ্ধান্তও প্রত্য়াহার করা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details