কুইটো, 24 ফেব্রুয়ারি: গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গেল 75 জন জেলবন্দির ৷ ঘটনাগুলি ঘটে ইকুয়েডরের তিনটি শহরে ৷ মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেল ভেঙে পালানো চেষ্টা করছিল কিছু আবাসিক ৷ সেই সময়েই অন্য গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের ৷ তার জেরেই এই পরিণতি ৷
সংশোধনাগার নির্দেশক এমুন্দো মনক্য়ায়ো সাংবাদিক বৈঠকে জানান, পরিস্থিতি ফের স্বাভাবিক করতে 800 জন পুলিশকর্মীর সাহায্য নেওয়া হচ্ছে ৷ সোমবার গভীর রাতের ওই সংঘর্ষের পরই কৌশলী বিভাগের কয়েকশো আধিকারিককে সংশ্লিষ্ট জেলগুলিতে মোতায়েন করা হয়েছে ৷
মনক্য়ায়ো জানান, জেলের ভিতর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া ছিল ওই গোষ্ঠীগুলি ৷ তাদের কাছ থেকে লুকোনো আগ্নেয়াস্ত্র খুঁজে বের করতেই সোমবার রাতে তল্লাশি চালায় পুলিশ ৷ তখনই গন্ডগোল শুরু হয় ৷
সোশাল মিডিয়ায় যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা ভয়াবহ ৷ সেখানে দেখা যাচ্ছে, ধারাল অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করছে জেলবন্দিরা ৷ রক্তে ভেসে গেলও সংঘর্ষ থামছে না ৷