পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লন্ডনে কৃষ্ণাঙ্গ বিক্ষোভে গত কয়েকদিনে জখম 23 পুলিশ কর্মী - london police

কোরোনা প্যানডেমিকের মধ্যেই লন্ডনে কৃষ্ণাঙ্গ বিক্ষোভ কর্মসূচি ৷ লন্ডন মেট্রোপলিটান পুলিশ ওয়েবসাইটে জানানো হয়েছে, গতকাল বিক্ষোভের জেরে জখম হন 10 পুলিশ ৷ এই কদিনে জখম হয়েছেন মোট 23 জন পুলিশ ৷

At least 23 police officers injured during Black Lives Matter protests in London
লন্ডনে কৃষ্ণাঙ্গ বিক্ষোভে গত কয়েকদিনে 23 পুলিশ জখম

By

Published : Jun 7, 2020, 9:11 AM IST

লন্ডন, 7 জুন : বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ ৷ আর এই বিক্ষোভের জেরেই প্রায় 23 জন পুলিশ অফিসার জখম হয়েছেন ৷ জানালেন ইউরোপের লন্ডনের পুলিশ সুপারিনটেন্ডেন্ট জো এডওয়ার্ড ৷ গত মাসের শেষের দিকে অ্যামেরিকার মিনেপলিসের রাস্তায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে খুনের অভিযোগ ওঠে এক পুলিশের বিরুদ্ধে ৷ এরপর থেকেই বর্ণবিদ্বেষ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ ৷

গতকাল কয়েক হাজার মানুষ কোরোনা ভাইরাস প্যানডেমিকের মধ্যেও লন্ডনে বিক্ষোভ মিছিল করে ৷ সংক্রমণের বৃদ্ধি এড়াতে ওই বিক্ষোভ সমাবেশ না করার জন্য নির্দেশ দেয় প্রশাসন ৷ লন্ডন মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে প্রকাশিক একটি বিবৃতিতে এডওয়ার্ড লেখেন, " আমরা জনগণের আবেগ বুঝতে পারছি ৷ জনগণ কোনওরকম সমস্যা না করেই ব্যাপকভাবে প্রতিবাদ করে ৷ আমাদের পুলিশ আধিকারিকরা যথেষ্ট পেশাদার ও অত্যন্ত সংযত ৷ তবে, ওই প্রতিবাদ আন্দোলনে একটি ছোটো দল ছিল ৷ তারাই সেখানে হিংসা ছড়ায় ৷ গত কয়েকদিনে এই বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে গিয়ে আমাদের 23 জন পুলিশ জখম হয়েছেন ৷ তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । " তিনি আরও জানান, " গতকাল মিছিল চলাকালীন 10 জন পুলিশ জখম হয়েছেন ৷ গতকালের বিক্ষোভ কর্মসূচি থেকে 14 জনকে আটক করা হয়েছে । "

সম্প্রতি, 25 মে জর্জ ফ্লয়েডের খুনের পর থেকেই বিশ্বব্যাপী পুলিশ বর্বরতা, বর্ণবিদ্বেষ ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনের সূচনা হয় ৷ অ্যামেরিকার মিনেপলিসে সাদা পোশাকের এক পুলিশ জর্জ ফ্লয়েড নামের ওই কৃষ্ণাঙ্গকে ঘাড়ে হাঁটু দিয়ে পিষে মেরে তাকে খুন করে ৷ এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ এরপরই অ্যামেরিকা ছাড়াও গ্রিস, ইতালি , ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশে গণ-বিক্ষোভ শুরু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details