ওয়াশিংটন, 2জুন :NASA-র‘কসমিক ক্যাপচার-দ্য-ফ্ল্যাগ’ –এ স্পেস-এক্সের পাঠানো প্রথমমহাকাশচারীরা নিজেদের জয় ঘোষণা করলেন । আন্তর্জাতিক স্পেস স্টেশনে‘ফেলে আসা পুরস্কারের’দ্রুত দাবি জানালেন তাঁরা ।অ্যামেরিকার তরফে পাঠানো সেই মহাকাশচারীরা এক দশক আগে স্পেস স্টেশনে সেই পুরস্কাররেখে এসেছিলেন ।
স্পেসস্টেশনে পৌঁছানোর পরNASA-রমহাকাশচারী দৌগ হারলে স্পেস-এক্সকে শুভেচ্ছা জানান । তিনি বলেন, “শুভেচ্ছা স্পেস-এক্স । তোমরা পতাকাপেয়েছো ।”
একটিনিউজ় কন্ফারেন্সে হারলে স্পেস স্টেশন থেকে অ্যামেরিকার সেই পতাকা দেখান । তারপরক্যালিফোর্নিয়ার স্পেস এক্স হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করেন ।
1981সালেওই পতাকা প্রথম স্পেস শাটেল ফ্লাইটে উড়েছিল । এরপর2011সালে । হারলে সেই মহাকাশচারীদের মধ্যেএকজন ছিলেন ।
শনিবারকেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স ফ্যালকম9রকেট উত্তোলন হয় । সেই রকেটেই মহাকাশেপৌঁছান হারলে এবং বেহনকেন । রবিবার স্পেস স্টেশনে পৌঁছান তাঁরা । প্রায়1,00,000ইঞ্জিনিয়রসহ অন্যান্যকর্মচারীদের সাহায্য এবং তৎপরতায় এই উত্তোলন সফল হয় । সম্পূর্ণ বিষয়টি প্রত্যেকেরজন্য উৎসাহের ছিল মহাকাশচারীদের জানান স্পেক এক্সের ম্যানেজার বেনজি রীড ।মহাকাশচারীদের অভিজ্ঞতার কথাও জানতে চান তিনি ।
ওইদুই মহাকাশচারীকে কতদিন স্পেস স্টেশনে রাখা হবে,আগামী সপ্তাহে সেই বিষয়ে সিদ্ধান্তনেবেNASA।