নিউ ইয়র্ক, 19 জুন : 193 দেশের সম্মিলিত বিশ্ব সংস্থা জাতি সংঘের দ্বিতীয়বার মহাসচিব হলেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরস ৷ তাঁর প্রথম মেয়াদের কার্যকাল 2021 এর ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে ৷ সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনে জেনারেল অ্যাসেম্বলি ফের তাঁকে দ্বিতীয় মেয়াদে(2022-2026) নির্বাচন করে ৷ জাতিসংঘ শুক্রবার টুইট করে তা জানায় ৷
মহাসচিব আন্তোনিও গুতেরস টুইট করে জানান, জাতিসংঘ দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসাবে দায়িত্ব পালনে আমার উপর আস্থা রেখেছে ৷ আমি তার জন্য কৃতজ্ঞ । জাতিসংঘের দায়িত্ব পালন এক মহৎ কর্তব্য ৷ " শপথ নেওয়ার সময় তিনি বলেন,"আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে আমাদের সবচেয়ে বড় সুযোগ বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের ভবিষ্যত উন্নত করতে হবে ৷"