কোভিড–19 নিয়ে যখনই POTUS ডোনাল্ড ট্রাম্পকে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে দেখা গিয়েছে, বার বার তাঁর পাশে দেখা মিলেছে দুর্বলকায় এক ব্যক্তির । কিছু কিছু বৈঠকে তো সেই ব্যক্তিকে তাড়াহুড়োয় বলা ট্রাম্পের কিছু বক্তব্যকে সংশোধন করে দিতেও দেখা গিয়েছে । এমনকী প্রেসিডেন্ট সানন্দে তাঁকে তা করতেও দিয়েছেন । সেই ব্যক্তি হলেন অ্যান্টনি ফউসি, যিনি ট্রাম্পের মতো একজন একগুঁয়ে রাষ্ট্রনেতার কাছ থেকেও ব্যতিক্রমীভাবে ছাড় আদায় করতে পেরেছেন । কাজেই এটা বলা কোনওমতেই অত্যুক্তি হয় না যে, কোভিড–19 নিয়ে যে কোনও তথ্য পেতে অ্যামেরিকানরা বর্তমানে ফউসির কথার উপরই চোখ বন্ধ করে বিশ্বাস করছেন ।
ডা. অ্যান্টনি স্টিফেন ফউসি হলেন একজন অ্যামেরিকান চিকিৎসাবিদ এবং ইমিউনোলজিস্ট, যিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ়েজ় (NIAID)–এর অধিকর্তা হিসাবে কর্মরত আছেন । রোনাল্ড রেগন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, ছ’জন অ্যামেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর । গত ৩০ বছর ধরে আমেরিকা যে কোনও স্বাস্থসংকটের মুখে পড়লেই তার মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন ফউসি । এ যাবৎ তিনি HIV, SARS, ইবোলা, MERS এবং 2001 সালের জৈব–সন্ত্রাস আক্রমণের সফলভাবে মোকাবিলা করেছেন । 1984সালে AIDS প্যানডেমিকের প্রাদুর্ভাবের সময় তিনি HIV প্রতিরোধের জন্য গবেষণা চালিয়েছিলেন এবং সেই মতো অ্যামেরিকান নিয়মনীতি লিপিবদ্ধ করেছিলেন ।