পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নির্বিঘ্নে চলছে অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন, ভোট দিলেন মেলানিয়া - জো বিডেন

প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন ।

american presidential election 2020
অ্যামেরিকার প্রেসিডেনশিয়াল নির্বাচন

By

Published : Nov 3, 2020, 3:42 PM IST

Updated : Nov 3, 2020, 10:52 PM IST

ওয়াশিংটন, 3 নভেম্বর : অ্যামেরিকায় চলছে প্রেসিডেন্সিয়াল নির্বাচন । নিউ হ্যাম্পশায়ারে ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলছে । বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বিডেন দু'জনেই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী । এবারও যে ফের অ্যামেরিকায় রিপাবলিকের লাল ঝড় আসতে চলেছে, তা নিয়ে আশাবাদী ট্রাম্প । অন্যদিকে বড় ব্যবধানে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বিডেনও ।

অ্যামেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মুখোমুখি দুই প্রার্থী- ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন । একদিকে অ্যামেরিকানদের স্বার্থ রক্ষার প্রসঙ্গ তুলে লড়ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । যিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী । অন্যদিকে, COVID-19 নিয়ে ট্রাম্পের নীতির সমালোচনা করে তাঁকে হারাতে ময়দানে প্রস্তুত ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন । জো বিডেন ও কমলা হ্যারিসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা । প্রচারে গিয়ে ওবামা বলেন, "'ট্রাম্পের মতো ডেমোক্র্যাটিক দলের কোনও প্রেসিডেন্ট যদি আচরণ করেন, তাহলে তাঁকে আমি সমর্থন করব না ।"

কোরোনা ভাইরাসের প্রতিরোধ ও সেই সংক্রান্ত নীতি নিয়ে প্রথম থেকেই সমালোচনার মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প । যদিও নির্বাচনী প্রচার থেকে অ্যামেরিকাবাসীর স্বার্থকে প্রাথমিক গুরুত্ব বলে তুলে ধরার চেষ্টা করেছেন ট্রাম্প । এমনকী চিনের প্রতি নরম পন্থা মনোভাব নিয়ে জো বিডেনকে কটাক্ষ করেন তিনি ।

নির্বাচনী প্রচারের শেষ পাঁচ দিনে রেড-ওয়েভের বিষয়ে বেশ প্রত্যয়ী দেখা গেছিল ট্রাম্পকে । উইসকনসিনে ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, "আমাদের জন্য একটি রেড ওয়েভ আসতে চলেছে । এই দৃশ্য খুবই সুন্দর হবে ।"

নির্বিঘ্নে চলছে অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন

CNN-এ প্রকাশিত খবর অনুযায়ী, পেনসিলভিনিয়ার সেক্রেটারি অফ স্টেট ক্যাথি বুকভার জানিয়েছেন 25 লাখেরও বেশি মেইল-ইন ও অ্যাবসেন্টি ভোট বাতিল করা হয়েছে ।

ফ্লোরিডার পাম বিচের নির্বাচনী কেন্দ্রে ভোট দেন অ্যামেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প । ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টের কাছেই পাম বিচের ভোটগ্রহণ কেন্দ্র । তিনি কেন গত সপ্তাহেই ভোট দেননি, সেই বিষয়ে প্রশ্ন করা হলে খোশমেজাজি মেলানিয়ার উত্তর, "আজ ইলেকশন ডে । তাই আমি আজ এখানে এসে ভোট দিতে চেয়েছিলাম ।" মর্টন অ্যান্ড বারবারা ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারের ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার সময় একমাত্র তাঁর মুখেই মাস্ক দেখা যায়নি । পরে অবশ্য ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে গিয়ে তিনি মাস্ক পরেছিলেন কি না সে বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি ।

গোটা নির্বাচনী প্রক্রিয়ার উপর নজর রাখছে ফেডেরাল অথরিটি । অ্যামেরিকার সাইবার সিকিওরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিওরিটি এজেন্সির ডিরেক্টর ক্রিস্টোফার ক্রেবস জানিয়েছেন, "সিস্টেম বিঘ্নিত হওয়ার বিষয়ে কিছু ইঙ্গিত শুরুর দিকে দেখা গেছিল ।" তবে কী ধরনের বিঘ্ন, সে নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি । তিনি জানিয়েছেন, "ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই হচ্ছে । কোথাও কোনও সমস্যা নেই । নির্বাচনের ফলও ঠিকই আসবে ।"

Last Updated : Nov 3, 2020, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details