পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অ্যামাজ়নে দাবানলের জেরে অন্ধকার আকাশ, অসরকারি সংস্থাগুলোকে দুষছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট - brazil

চলতি বছরে এ পর্যন্ত আমাজ়নে অন্তত 72 হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অ্যামাজ়নে অগ্নিকাণ্ডের ফলে সাও পাওলো-সহ বেশ কয়েকটি শহরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে । দিনের বেলাতেও অন্ধকার সেখানে ।

অ্যামাজ়নে দাবানলের জেরে অন্ধকার আকাশ, অসরকারি সংস্থাগুলোকে দুষছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট

By

Published : Aug 22, 2019, 5:22 PM IST

সাও পাওলো, 22 অগাস্ট : অ্যামাজ়নের ঘন জঙ্গলে ফের আগুন । চলতি বছরে এ পর্যন্ত আমাজ়নে অন্তত 72 হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (INPE) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক দাবানল হয়েছে । যা গত বছরের তুলনায় 85 শতাংশ বেশি ৷ এ দিকে অ্যামাজ়নে অগ্নিকাণ্ডের ফলে সাও পাওলো-সহ বেশ কয়েকটি শহরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে । দিনের বেলাতেও অন্ধকার সেখানে ।

এই বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো বলেন, "যেসব বেসরকারি সংগঠনের তহবিল বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আগুন লাগাচ্ছে ।" তবে এ কথার স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি । ফেসবুকে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে জায়ার বোলসোনারো বলেছেন, "সবকিছু ইঙ্গিত দিচ্ছে, অসরকারি সংস্থাগুলোই আমাজ়ন আগুন লাগাচ্ছে ।" অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ চাওয়া হলে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি ।

অন্যদিকে, প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে কটাক্ষ শুরু করতে ছাড়েনি বিরোধীরা ৷ তাদের দাবি, নিজের ব্যর্থতা ঢাকতেই এ সব বলছেন বোলসোনারো৷ ব্রাজ়িলের কংগ্রেস সদস্য ও নিম্নকক্ষের পরিবেশ বিষয়ক ককাসের নেতা নিলতো তাত্তো বলেন, "অসরকারি সংস্থাগুলোর প্রতি বোলসোনারোর এ অভিযোগ ব্রাজিলের 30 বছরের পরিবেশ সুরক্ষা নীতিতে তাঁর প্রশাসনের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা ।"

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর কৃষিকাজ ও খনিজশিল্পের জন্য বনাঞ্চল বৃদ্ধির প্রতিশ্রুতি দেন বোলসোনারো । তাঁর এ উদ্যোগের ফলে বন উজাড় হয়ে যেতে পারে, আন্তর্জাতিক মহলের এমন উদ্বেগ তিনি উপেক্ষা করে গেছেন । এরপর থেকে দাবানলের সংখ্যা বেড়ে গেছে । তখন থেকে এ পর্যন্ত আমাজনে অন্তত 72 হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details