পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কঠিন পরিস্থিতি কিন্তু ইতিবাচক কথোপকথন, মোদি ও ইমরানের সঙ্গে কথার পর টুইট ট্রাম্পের

ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় পাকিস্তানের স্পর্ধার কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী ৷ ঠিক তারপরই ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প ৷

ঠিক তারপরই ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প ৷

By

Published : Aug 20, 2019, 9:25 AM IST

Updated : Aug 20, 2019, 12:16 PM IST

ওয়াশিংটন, 20 অগস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর গতকাল প্রথম অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ঠিক তারপরই ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প ৷ জম্মু-কাশ্মীর ইশু নিয়ে মধ্যপন্থা নিতে বললেন ইমরান খানকে৷

ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় পাকিস্তানের স্পর্ধার কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী ৷ বলেছিলেন, ভারত সন্ত্রাসবাদের সঙ্গে বিন্দুমাত্র আপস করতে রাজি নন ৷ দক্ষিণ এশিয়া নিয়ে চড়া সুর বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছিলেন ৷ এরপরই ট্রাম্পের সঙ্গে কথা হয় ইমরান খানেরও ৷ হোয়াইট হাউজ়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ইমরানেরও ৷ সেখানেই সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি কমাতে এবং জম্মু-কাশ্মীর ইশুতে ভারতের সঙ্গে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেন ট্রাম্প ৷ এছাড়াও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরালো করতে আর্থিক ও বাণিজ্যিক দিকগুলি নিয়েও কথা হয়েছে বলে জানানো হয়েছে ৷

অ্যামেরিকার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় । তা নিয়ে পাকিস্তান অযথা রাজনীতি করছে ।

ডোনাল্ড ট্রাম্প টুইট বিবৃতিতে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই বন্ধুর সঙ্গে কথা হয়েছে তাঁর ৷ বাণিজ্য, কূটনীতি, বিশেষ করে দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে কথা হয়েছে ৷ ট্রাম্প এই পরিস্থিতিকে "কঠিন" বলে উল্লেখ করলেও দুই বন্ধু্র সঙ্গে কথোপকথনকে "ইতিবাচক" বলে উল্লেখ করেছেন ৷

গতকাল প্রায় 30 মিনিট ফোনে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে । দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা হয় । সেখানেই প্রধানমন্ত্রী সীমান্তে সন্ত্রাস রুখতে কঠিন সিদ্ধান্তের কথা বলেন । ট্রাম্পের সঙ্গে কথোপকথনে মোদি বুঝিয়ে দেন, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদের পথ থেকে সরবে, ততদিন পাকিস্তানের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসা সম্ভব নয় ৷ এরপরই ট্রাম্পের সঙ্গে ইমরানের কথোপকথন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

Last Updated : Aug 20, 2019, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details