পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আর্থিক সংকটের মুখে প্রায় 60 মিলিয়ন মানুষ : বিশ্ব ব্যাঙ্ক - Poverty rate increasing worldwide

কোরোনা পরিস্থিতির মাঝে চরম আর্থিক দুরাবস্থার মধ্যে পড়তে চলেছে প্রায় 60 লাখ মানুষ । আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের ।

World Bank
বাড়ছে আর্থিক সংকট

By

Published : Jun 4, 2020, 5:26 PM IST

ওয়াশিংটন, 4 জুন : চলতি বছরে প্রায় 60 মিলিয়ন মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন । উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে এমনই আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক । পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার জন্য সমস্ত দেশগুলিকে আর্থিক বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশপাশি জরুরি স্বাস্থ্য পরিষেবা ও সরকারি পরিষেবার জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য বলে রেখেছে বিশ্ব ব্যাঙ্ক ।

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, উদ্ভুত কোরোনা পরিস্থিতি ও তার জেরে চলতে থাকা লকডাউনে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে গরিব মানুষরা । বিশ্ব ব্যাঙ্কের হিসেব বলছে, 2020 সালে প্রায় 60 মিলিয়ন মানুষ ব্যাপক আর্থিক দুরাবস্থার মধ্যে পড়বেন । এই সংখ্যাটা আগামী দিনে আরও বাড়বে বলেও আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক । গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট প্রকাশের জন্য এক ভিডিয়ো কনফারেন্সে সাংবাদিকদের সামনে এমন আশঙ্কাই করেছেন ডেভিড মালপাস ।

লকডাউনের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ হারিয়েছে বহু মানুষ । বাদ নেই ভারতও । ভারতের দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা । এই পরিস্থিতিতে চলতি বছরের এপ্রিলে কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে ভারতকে 1 বিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছিল বিশ্ব ব্যাঙ্ক । গতমাসেই ভারতের জন্য অতিরিক্ত আরও 1 বিলিয়ন ডলারের সমাজ সোশাল সুরক্ষা প্যাকজের ঘোষণা করেছিল বিশ্ব ব্যাঙ্ক । সমাজ সুরক্ষামূলক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য এই বিশেষ প্যাকেজ নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল বিশ্ব ব্যাঙ্ক । শুধুমাত্র ভারতেই নয় । অ্যামেরিকাসহ প্রথম বিশ্বের একাধিক দেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা । এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্কের এই সতর্কবার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details