ওয়াশিংটন, 29 সেপ্টেম্বর : তালিবানের শাসনে থাকা আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা চাপানো হোক ৷ এমনই চায় রিপাবলিকান সেনেটাররা ৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্রের 22 জন রিপাবলিকান সেনেটর এই নিয়ে সেনেটে একটি বিল পেশ করেছেন ৷ সেই বিলে আরও দাবি করা হয়েছে, যে সমস্ত দেশ কাবুলের তালিবান শাসনকে সমর্থন করছে, তাদের উপরও নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে ৷
আরও পড়ুন :Fumio Kishida : জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা
মঙ্গলবার সেনেটে ওই বিল পেশ করেন সেনেটর জিন রিসচ ৷ তিনি সেনেটের বিদেশ সম্পর্ক কমিটির সদস্য ৷ সেখানে বলা হয়েছে যে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত তালিবানকে সমর্থনে পাকিস্তানের ভূমিকা কী ছিল, তা নিয়েও একটি বিশ্লেষণ প্রকাশ্যে আনা হোক ৷ আর সেই বিশ্লেষণ করুন মার্কিন বিদেশ সচিব ৷ সেখানে আফগানিস্তানে সরকার ফেলতে এবং তালিবানের পঞ্জশির দখলে পাকিস্তানের কী ভূমিকা সেটাও স্পষ্ট করা হোক ৷
আরও পড়ুন :Joe Biden : কোভিডের বুস্টার ডোজ় নিলেন বাইডেন
তাছাড়া ওই রিপাবলিকান সেনেটরদের আরও দাবি, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকেও একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হোক ৷ যে রিপোর্টে চিন, রাশিয়া ও তালিবানকে ঠেকাতে ভারতের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত কী কী বিষয়ে জোর দেওয়া উচিত, তা সকলকে জানানো হোক ৷ একই সঙ্গে বিশ্লেষণ করে দেখা হোক আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পর ভারতের নিরাপত্তায় কী কী আশঙ্কা তৈরি হয়েছে ৷ আর এর জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে কী কী পরিবর্তন হতে পারে ৷