পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মোদি ও ট্রাম্পের সঙ্গে সেলফিতে 'লাকি বয়' - হিউস্টন

PMO-র তরফে শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্য কলাকুশলীদের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে আসছিলেন । তখনই তাঁদের একটি সেলফি তোলার অনুরোধ জানায় এই কিশোর । সহাস্যে সেই অনুরোধ রেখে ক্যামেরায় পোজ় দেন মোদি ও ট্রাম্প ।

selfie with trump and Modi

By

Published : Sep 24, 2019, 11:02 AM IST

হিউস্টন, 24 সেপ্টেম্বর : একটা ছবি । আরও ভালো করে বললে, 22 সেপ্টেম্বর হিউস্টনে 'হাউডি মোদি'-র অনুষ্ঠানে তোলা একটি সেলফি । সেই সেলফিতে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি এবং এক কিশোরকে । সেই সময়ের একট ভিডিয়ো PMO-র টুইটার পেজে শেয়ার করা হয়েছে । ছবিটি এখন সোশাল মিডিয়াতেও ভাইরাল । ক্যামেরাবন্দী করা মুহূর্তটি যে ওই কিশোরের সারা জীবনের অন্যতম সেরা সম্পদ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য । বছর তেরোর ওই কিশোরের নাম সাত্ত্বিক হেগডে ৷ তার পরিবার 17 বছর আগে কর্নাটকের উত্তরা কন্নড থেকে সান অ্যান্টোনিও চলে আসে ৷

রবিবার হিউস্টনের NRG স্টেডিয়ামে 'হাউডি মোদি' অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও আড়ম্বর ছিল তুঙ্গে । সমাবেশে যোগা অনুষ্ঠানে অংশ নিয়েছিল সাত্ত্বিক । PMO-র তরফে শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্য কলাকুশলীদের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে আসছিলেন । তখনই তাঁদের একটি সেলফি তোলার অনুরোধ জানায় সাত্ত্বিক । সহাস্যে সেই অনুরোধ রেখে ক্যামেরায় পোজ় দেন মোদি ও ট্রাম্প ।

PMO-র টুইটার পেজে ভিডিয়োটি শেয়ার করতেই লাইক ও কমেন্টে ভরে যায় পোস্টটি । কেউ লেখেন 'ওর জীবনের সেরা সেলফি' আবার কেউ লেখেন 'লাকি বয়' । PMO-র পাশাপাশি BJP নেতা তথা প্রাক্তন BCCI প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ভিডিয়োটি শেয়ার করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details