ওয়াশিংটন, 13 জুলাই :মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসের (Kamala Harris) উত্থান নিয়ে লেখা হচ্ছে বই ৷ সৌজন্যে ভারতীয় বংশোদ্ভূত একদল মার্কিন নাগরিক ৷ যাঁদের সকলেই দেশের প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত ৷ এঁদের কেউ উচ্চ শিক্ষিত পণ্ডিত, কেউ রাজনীতিক, কেউ বা আবার উদ্যোগপতি ৷ তাঁদের মতে, কমলার উত্থান কিছুটা হলেও মার্কিন দুনিয়ায় অভিবাসীদের ভিত পোক্ত করেছে ৷
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী এম আর রঙ্গস্বামী (M R Rangaswami) এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই ভাইস প্রেসিডেন্টের পদটি তৈরি করা হয়েছে ৷ সংগ্রাম এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে অভিবাসীরাও যে উন্নতির শিখরে পৌঁছতে পারেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাহিনিই তার প্রমাণ ৷ এই ঘটনা বহু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে উজ্জীবিত করবে ৷ তা যে সরকারি পরিষেবা ক্ষেত্রেই হোক বা অন্য কোনও ক্ষেত্রে ৷’’
আরও পড়ুন :56 বছরের হ্যারিসের হাত ধরে ইতিহাসের পথে ভারত-অ্যামেরিকা
কমলা হ্য়ারিসকে নিয়ে লেখা বইটির নাম ‘কমলা হ্যারিস অ্য়ান্ড দ্য রাইস অফ ইন্ডিয়ান আমেরিকানস’ (Kamala Harris and the Rise of Indian Americans) ৷ রঙ্গস্বামীও এই বইয়ের অন্যতম লেখক ৷ তাঁর মতে, যেভাবে ভারতীয় বংশোদ্ভূতরা আমেরিকায় নিজেদের প্রতিষ্ঠিত করছে, তা প্রকৃত অর্থেই প্রশংসনীয় ৷ প্রসঙ্গত, রঙ্গস্বামী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য একটি অলাভজনক সংস্থাও তৈরি করেছেন ৷ যার নাম ‘ইন্ডিয়াস্পোরা’ ৷ কমলা হ্য়ারিসের উপর বই লেখার ক্ষেত্রে এই সংস্থাই উপদেষ্টা হিসাবে কাজ করছে ৷