পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Earthquake : আলাস্কায় 8.2 মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সর্তকতা - তীব্র কম্পনে কেঁপে উঠল আলাস্কা ৷

ইউএস ন্যাশনাল সুনামি সর্তকতা কেন্দ্র থেকে দক্ষিণ আলাস্কা, আলাস্কা পেনিনসুলা, হিনচিনব্রুক এন্ট্রান্স থেকে ইউনিম্যাক পাস, অ্যালুটিয়ান আইল্যান্ড, ইউনিম্যাক পাস থেকে সামাল্গা পাস পর্যন্ত সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷ একই সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷

earthquake in alaska
earthquake in alaska

By

Published : Jul 29, 2021, 2:10 PM IST

ওয়াশিংটন, 29 জুলাই : তীব্র কম্পনে কেঁপে উঠল আলাস্কা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.2 ৷ ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে ইতিমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি ৷

স্থানীয় সময় বুধবার রাত 10টা 15 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ৷ জানা গিয়েছে পেরিভেলি থেকে দক্ষিণ-পূর্বে 91 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ৷

ইউ এস জিওলজিক্যাল সার্ভের তরফে আরও বলা হয়েছে, কেন্দ্রস্থল থেকে 46.7 কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পের প্রভাব সব থেকে বেশি থাকবে ৷ এবং কমপক্ষে 6.2 ও 5.6 স্কেলের দুটি আফটার শক আসতে পারে ৷

আরও পড়ুন : Earthquake : ভূমিকম্পে কাঁপল হায়দরাবাদ

ইউএস ন্যাশনাল সুনামি সর্তকতা কেন্দ্র থেকে দক্ষিণ আলাস্কা, আলাস্কা পেনিনসুলা, হিনচিনব্রুক এন্ট্রান্স থেকে ইউনিম্যাক পাস, অ্যালুটিয়ান আইল্যান্ড, ইউনিম্যাক পাস থেকে সামাল্গা পাস পর্যন্ত সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷ একই সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details